ক্রীড়া ডেস্ক
রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে বিরাট কোহলি ভারতীয় বোর্ডকে (বিসিসিআই) ক্রিকেটের রাজকীয় সংস্করণ ছাড়ার কথা জানিয়েছেন। কোহলির সিদ্ধান্ত ভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে জড়িয়ে আছে প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
টেস্টে অধিনায়কত্ব দিতে বিসিসিআইকে কোহলি অনুরোধ করেছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে। তবে তাঁর দাবি নাকচ করে দিয়েছে বোর্ড। কারণ, বিসিসিআই শুবমান গিলের মতো তরুণ কাউকে টেস্টের অধিনায়ক চাচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছে। দলের ভবিষ্যৎ ও দীর্ঘস্থায়ী চিন্তাভাবনার কথা ভাবা হচ্ছে। এমনকি কোচ গৌতম গম্ভীরও এক ঝাঁক এমন ক্রিকেটার চাচ্ছেন যাদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করা যাবে।’
রোহিতের নেতৃত্বে গত বছর ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে। অস্ট্রেলিয়াতেও ভারতীয় ক্রিকেট দলের যে ভরাডুবি হয়েছে, সেখানে রোহিত ও জসপ্রীত বুমরা অধিনায়ক ছিলেন। এই রোহিত কদিন আগে টেস্টকে বিদায় বলেছেন। এদিকে জুন-আগস্টে হবে ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ড সফর বিসিসিআই খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘এমন গুরুত্বপূর্ণ সিরিজের জন্য মাঝামাঝি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সবশেষ দুই সিরিজ দলের জন্য আদর্শ ছিল না। ইংল্যান্ড সিরিজটা এখন গুরুত্বপূর্ণ।’
টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত কোহলি যে বিসিসিআইকে জানিয়েছেন, সেটা নিয়ে ক্রিকইনফো গতকাল এক প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও ভারতীয় এই ক্রিকেটার তারকা ক্রিকেটার প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি। তবে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা কোহলির টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নানা কথা বলছেন। এনডিটিভির বরাতে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘সে এখনো অবিশ্বাস্যরকমের ফিট ও ক্ষুধার্ত। ড্রেসিংরুমে তার উপস্থিতি পুরো দলকে উজ্জীবিত করে। আমরা তাকে অনুরোধ করেছি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যেন কিছুটা সময় নিয়ে ভাবে।’
কোহলি সবশেষ টেস্ট খেলেছেন এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিডনিতে সেই টেস্টের দুই ইনিংসে ১৭ ও ৬ রান করেন ভারতীয় এই তারকা ব্যাটার। আর ক্রিকেটের রাজকীয় সংস্করণে কোহলি আগেও নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে ৬৮ টেস্টে ৫৪.৮০ গড়ে করেছেন ৫৮৬৪ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৩০ সেঞ্চুরির ২০টিই করেছেন দলপতি হিসেবে।
আরও পড়ুন:
রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে বিরাট কোহলি ভারতীয় বোর্ডকে (বিসিসিআই) ক্রিকেটের রাজকীয় সংস্করণ ছাড়ার কথা জানিয়েছেন। কোহলির সিদ্ধান্ত ভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে জড়িয়ে আছে প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
টেস্টে অধিনায়কত্ব দিতে বিসিসিআইকে কোহলি অনুরোধ করেছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে। তবে তাঁর দাবি নাকচ করে দিয়েছে বোর্ড। কারণ, বিসিসিআই শুবমান গিলের মতো তরুণ কাউকে টেস্টের অধিনায়ক চাচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছে। দলের ভবিষ্যৎ ও দীর্ঘস্থায়ী চিন্তাভাবনার কথা ভাবা হচ্ছে। এমনকি কোচ গৌতম গম্ভীরও এক ঝাঁক এমন ক্রিকেটার চাচ্ছেন যাদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করা যাবে।’
রোহিতের নেতৃত্বে গত বছর ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে। অস্ট্রেলিয়াতেও ভারতীয় ক্রিকেট দলের যে ভরাডুবি হয়েছে, সেখানে রোহিত ও জসপ্রীত বুমরা অধিনায়ক ছিলেন। এই রোহিত কদিন আগে টেস্টকে বিদায় বলেছেন। এদিকে জুন-আগস্টে হবে ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ড সফর বিসিসিআই খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘এমন গুরুত্বপূর্ণ সিরিজের জন্য মাঝামাঝি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সবশেষ দুই সিরিজ দলের জন্য আদর্শ ছিল না। ইংল্যান্ড সিরিজটা এখন গুরুত্বপূর্ণ।’
টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত কোহলি যে বিসিসিআইকে জানিয়েছেন, সেটা নিয়ে ক্রিকইনফো গতকাল এক প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও ভারতীয় এই ক্রিকেটার তারকা ক্রিকেটার প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি। তবে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা কোহলির টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নানা কথা বলছেন। এনডিটিভির বরাতে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘সে এখনো অবিশ্বাস্যরকমের ফিট ও ক্ষুধার্ত। ড্রেসিংরুমে তার উপস্থিতি পুরো দলকে উজ্জীবিত করে। আমরা তাকে অনুরোধ করেছি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যেন কিছুটা সময় নিয়ে ভাবে।’
কোহলি সবশেষ টেস্ট খেলেছেন এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিডনিতে সেই টেস্টের দুই ইনিংসে ১৭ ও ৬ রান করেন ভারতীয় এই তারকা ব্যাটার। আর ক্রিকেটের রাজকীয় সংস্করণে কোহলি আগেও নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে ৬৮ টেস্টে ৫৪.৮০ গড়ে করেছেন ৫৮৬৪ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৩০ সেঞ্চুরির ২০টিই করেছেন দলপতি হিসেবে।
আরও পড়ুন:
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
১০ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
১২ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
১২ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
১৪ ঘণ্টা আগে