ক্রীড়া ডেস্ক
রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে বিরাট কোহলি ভারতীয় বোর্ডকে (বিসিসিআই) ক্রিকেটের রাজকীয় সংস্করণ ছাড়ার কথা জানিয়েছেন। কোহলির সিদ্ধান্ত ভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে জড়িয়ে আছে প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
কোহলি বিসিসিআইকে টেস্টে অধিনায়কত্ব দিতে অনুরোধ করেছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে। তবে তার দাবি নাকচ করে দিয়েছে বোর্ড। কারণ, বিসিসিআই শুবমান গিলের মতো তরুণ কাউকে টেস্টের অধিনায়ক চাচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছে। দলের ভবিষ্যৎ ও দীর্ঘস্থায়ী চিন্তাভাবনার কথা ভাবা হচ্ছে। এমনকি কোচ গৌতম গম্ভীরও এক ঝাঁক এমন ক্রিকেটার চাচ্ছেন যাদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করা যাবে।’
রোহিতের নেতৃত্বে গত বছর ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে। অস্ট্রেলিয়াতেও ভারতীয় ক্রিকেট দলের যে ভরাডুবি হয়েছে, সেখানে রোহিত ও জসপ্রীত বুমরা অধিনায়ক ছিলেন। এই রোহিত কদিন আগে টেস্টকে বিদায় বলেছেন। এদিকে জুন-আগস্টে হবে ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ড সফর বিসিসিআই খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘এমন গুরুত্বপূর্ণ সিরিজের জন্য মাঝামাঝি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সবশেষ দুই সিরিজ দলের জন্য আদর্শ ছিল না। ইংল্যান্ড সিরিজটা এখন গুরুত্বপূর্ণ।’
টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত কোহলি যে বিসিসিআইকে জানিয়েছেন, সেটা নিয়ে ক্রিকইনফো গতকাল এক প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও ভারতীয় এই ক্রিকেটার তারকা ক্রিকেটার প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি। তবে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা কোহলির টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নানা কথা বলছেন। এনডিটিভির বরাতে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘সে এখনো অবিশ্বাস্যরকমের ফিট ও ক্ষুধার্ত। ড্রেসিংরুমে তার উপস্থিতি পুরো দলকে উজ্জীবিত করে। আমরা তাকে অনুরোধ করেছি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যেন কিছুটা সময় নিয়ে ভাবে।’
কোহলি সবশেষ টেস্ট খেলেছেন এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিডনিতে সেই টেস্টের দুই ইনিংসে ১৭ ও ৬ রান করেন ভারতীয় এই তারকা ব্যাটার। আর ক্রিকেটের রাজকীয় সংস্করণে কোহলি আগেও নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে ৬৮ টেস্টে ৫৪.৮০ গড়ে করেছেন ৫৮৬৪ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৩০ সেঞ্চুরির ২০টিই করেছেন দলপতি হিসেবে।
আরও পড়ুন:
রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে বিরাট কোহলি ভারতীয় বোর্ডকে (বিসিসিআই) ক্রিকেটের রাজকীয় সংস্করণ ছাড়ার কথা জানিয়েছেন। কোহলির সিদ্ধান্ত ভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে জড়িয়ে আছে প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
কোহলি বিসিসিআইকে টেস্টে অধিনায়কত্ব দিতে অনুরোধ করেছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে। তবে তার দাবি নাকচ করে দিয়েছে বোর্ড। কারণ, বিসিসিআই শুবমান গিলের মতো তরুণ কাউকে টেস্টের অধিনায়ক চাচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছে। দলের ভবিষ্যৎ ও দীর্ঘস্থায়ী চিন্তাভাবনার কথা ভাবা হচ্ছে। এমনকি কোচ গৌতম গম্ভীরও এক ঝাঁক এমন ক্রিকেটার চাচ্ছেন যাদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করা যাবে।’
রোহিতের নেতৃত্বে গত বছর ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে। অস্ট্রেলিয়াতেও ভারতীয় ক্রিকেট দলের যে ভরাডুবি হয়েছে, সেখানে রোহিত ও জসপ্রীত বুমরা অধিনায়ক ছিলেন। এই রোহিত কদিন আগে টেস্টকে বিদায় বলেছেন। এদিকে জুন-আগস্টে হবে ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ড সফর বিসিসিআই খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘এমন গুরুত্বপূর্ণ সিরিজের জন্য মাঝামাঝি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সবশেষ দুই সিরিজ দলের জন্য আদর্শ ছিল না। ইংল্যান্ড সিরিজটা এখন গুরুত্বপূর্ণ।’
টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত কোহলি যে বিসিসিআইকে জানিয়েছেন, সেটা নিয়ে ক্রিকইনফো গতকাল এক প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও ভারতীয় এই ক্রিকেটার তারকা ক্রিকেটার প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি। তবে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা কোহলির টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নানা কথা বলছেন। এনডিটিভির বরাতে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘সে এখনো অবিশ্বাস্যরকমের ফিট ও ক্ষুধার্ত। ড্রেসিংরুমে তার উপস্থিতি পুরো দলকে উজ্জীবিত করে। আমরা তাকে অনুরোধ করেছি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যেন কিছুটা সময় নিয়ে ভাবে।’
কোহলি সবশেষ টেস্ট খেলেছেন এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিডনিতে সেই টেস্টের দুই ইনিংসে ১৭ ও ৬ রান করেন ভারতীয় এই তারকা ব্যাটার। আর ক্রিকেটের রাজকীয় সংস্করণে কোহলি আগেও নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে ৬৮ টেস্টে ৫৪.৮০ গড়ে করেছেন ৫৮৬৪ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৩০ সেঞ্চুরির ২০টিই করেছেন দলপতি হিসেবে।
আরও পড়ুন:
গ্রীষ্মের প্রখর রোদে পূর্ণ উদ্যমে অনুশীলন করে যাচ্ছেন লিটন-মেহেদীরা। দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের ভাষায়, ‘সত্যিই অমানুষের মতো পরিশ্রম’। আগামী সপ্তাহে জাতীয় দল যাবে আরব আমিরাতে, সেখানে খেলবে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজটা খেলতে বাংলাদেশ দল দুবাইয়ে যাবে ১৪ মে...
৯ মিনিট আগেএবারের এল ক্লাসিকোই কি তবে কার্লো আনচেলত্তির জীবনের শেষ এল ক্লাসিকো—এমন আলোচনা চলছে অনেক ধরেই। এস্তাদি অলিম্পিক কোম্পানিজ লুইজ স্টেডিয়ামে গত রাতে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষে আবার এল এই প্রশ্ন। আনচেলত্তি একটু কৌশলেই উত্তর দিয়েছেন।
২৮ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি বার্সেলোনার। কিন্তু দুয়ারে কড়া নাড়ছে লিগ শিরোপা। হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের। নয়তো ১৪ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে। বারুদে ঠ
১২ ঘণ্টা আগেপ্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়াটা মনে করিয়ে দিচ্ছিল আগের ম্যাচের কথা। ঠিক একই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সেদিন বাংলাদেশকে রুখে দিয়েছিল মালদ্বীপ। ভুটান অবশ্য আজ এর পুনরাবৃত্তি করতে পারেনি। তাদের ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
১৬ ঘণ্টা আগে