ক্রীড়া ডেস্ক
রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে বিরাট কোহলি ভারতীয় বোর্ডকে (বিসিসিআই) ক্রিকেটের রাজকীয় সংস্করণ ছাড়ার কথা জানিয়েছেন। কোহলির সিদ্ধান্ত ভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে জড়িয়ে আছে প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
টেস্টে অধিনায়কত্ব দিতে বিসিসিআইকে কোহলি অনুরোধ করেছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে। তবে তাঁর দাবি নাকচ করে দিয়েছে বোর্ড। কারণ, বিসিসিআই শুবমান গিলের মতো তরুণ কাউকে টেস্টের অধিনায়ক চাচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছে। দলের ভবিষ্যৎ ও দীর্ঘস্থায়ী চিন্তাভাবনার কথা ভাবা হচ্ছে। এমনকি কোচ গৌতম গম্ভীরও এক ঝাঁক এমন ক্রিকেটার চাচ্ছেন যাদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করা যাবে।’
রোহিতের নেতৃত্বে গত বছর ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে। অস্ট্রেলিয়াতেও ভারতীয় ক্রিকেট দলের যে ভরাডুবি হয়েছে, সেখানে রোহিত ও জসপ্রীত বুমরা অধিনায়ক ছিলেন। এই রোহিত কদিন আগে টেস্টকে বিদায় বলেছেন। এদিকে জুন-আগস্টে হবে ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ড সফর বিসিসিআই খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘এমন গুরুত্বপূর্ণ সিরিজের জন্য মাঝামাঝি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সবশেষ দুই সিরিজ দলের জন্য আদর্শ ছিল না। ইংল্যান্ড সিরিজটা এখন গুরুত্বপূর্ণ।’
টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত কোহলি যে বিসিসিআইকে জানিয়েছেন, সেটা নিয়ে ক্রিকইনফো গতকাল এক প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও ভারতীয় এই ক্রিকেটার তারকা ক্রিকেটার প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি। তবে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা কোহলির টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নানা কথা বলছেন। এনডিটিভির বরাতে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘সে এখনো অবিশ্বাস্যরকমের ফিট ও ক্ষুধার্ত। ড্রেসিংরুমে তার উপস্থিতি পুরো দলকে উজ্জীবিত করে। আমরা তাকে অনুরোধ করেছি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যেন কিছুটা সময় নিয়ে ভাবে।’
কোহলি সবশেষ টেস্ট খেলেছেন এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিডনিতে সেই টেস্টের দুই ইনিংসে ১৭ ও ৬ রান করেন ভারতীয় এই তারকা ব্যাটার। আর ক্রিকেটের রাজকীয় সংস্করণে কোহলি আগেও নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে ৬৮ টেস্টে ৫৪.৮০ গড়ে করেছেন ৫৮৬৪ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৩০ সেঞ্চুরির ২০টিই করেছেন দলপতি হিসেবে।
আরও পড়ুন:
রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে বিরাট কোহলি ভারতীয় বোর্ডকে (বিসিসিআই) ক্রিকেটের রাজকীয় সংস্করণ ছাড়ার কথা জানিয়েছেন। কোহলির সিদ্ধান্ত ভারতীয় সংবাদমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে জড়িয়ে আছে প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
টেস্টে অধিনায়কত্ব দিতে বিসিসিআইকে কোহলি অনুরোধ করেছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে। তবে তাঁর দাবি নাকচ করে দিয়েছে বোর্ড। কারণ, বিসিসিআই শুবমান গিলের মতো তরুণ কাউকে টেস্টের অধিনায়ক চাচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছে। দলের ভবিষ্যৎ ও দীর্ঘস্থায়ী চিন্তাভাবনার কথা ভাবা হচ্ছে। এমনকি কোচ গৌতম গম্ভীরও এক ঝাঁক এমন ক্রিকেটার চাচ্ছেন যাদের সঙ্গে দীর্ঘ সময় কাজ করা যাবে।’
রোহিতের নেতৃত্বে গত বছর ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে। অস্ট্রেলিয়াতেও ভারতীয় ক্রিকেট দলের যে ভরাডুবি হয়েছে, সেখানে রোহিত ও জসপ্রীত বুমরা অধিনায়ক ছিলেন। এই রোহিত কদিন আগে টেস্টকে বিদায় বলেছেন। এদিকে জুন-আগস্টে হবে ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ড সফর বিসিসিআই খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘এমন গুরুত্বপূর্ণ সিরিজের জন্য মাঝামাঝি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সবশেষ দুই সিরিজ দলের জন্য আদর্শ ছিল না। ইংল্যান্ড সিরিজটা এখন গুরুত্বপূর্ণ।’
টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত কোহলি যে বিসিসিআইকে জানিয়েছেন, সেটা নিয়ে ক্রিকইনফো গতকাল এক প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও ভারতীয় এই ক্রিকেটার তারকা ক্রিকেটার প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি। তবে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা কোহলির টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নানা কথা বলছেন। এনডিটিভির বরাতে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘সে এখনো অবিশ্বাস্যরকমের ফিট ও ক্ষুধার্ত। ড্রেসিংরুমে তার উপস্থিতি পুরো দলকে উজ্জীবিত করে। আমরা তাকে অনুরোধ করেছি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যেন কিছুটা সময় নিয়ে ভাবে।’
কোহলি সবশেষ টেস্ট খেলেছেন এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিডনিতে সেই টেস্টের দুই ইনিংসে ১৭ ও ৬ রান করেন ভারতীয় এই তারকা ব্যাটার। আর ক্রিকেটের রাজকীয় সংস্করণে কোহলি আগেও নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হিসেবে ৬৮ টেস্টে ৫৪.৮০ গড়ে করেছেন ৫৮৬৪ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৩০ সেঞ্চুরির ২০টিই করেছেন দলপতি হিসেবে।
আরও পড়ুন:
টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
২২ মিনিট আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
২ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
৩ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
৫ ঘণ্টা আগে