প্রেসিডেন্ট রাইসির মৃত্যু বদলে দিতে পারে ইরানের শাসনকাঠামো
ইব্রাহিম রাইসির মৃত্যু বদলে দিতে পারে ইরানের শাসন কাঠামো। তাঁর হেলিকপ্টারের ‘হার্ড ল্যান্ডিং’ ইরানের রাজনীতির ‘মিউজিক্যাল চেয়ার’ খেলার প্রথম ধাপ। কয়েক মাস ধরে এই খেলায় ডুবে থাকবে ইসলামিক প্রজাতন্ত্র। সেই ঘটনা প্রবাহ শুধু রাইসি-পরবর্তী যুগ নয়, খামেনি-পরবর্তী যুগও নির্ধারণ করে দিতে পারে।