Ajker Patrika

ইরানে বিধ্বস্ত হেলিকপ্টারে ছিলেন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী: ইরনার খবর

আপডেট : ১৯ মে ২০২৪, ২৩: ৪৬
ইরানে বিধ্বস্ত হেলিকপ্টারে ছিলেন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী: ইরনার খবর

বিধ্বস্ত হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সঙ্গে ইরানের সীমান্তে একটি বাঁধ উদ্বোধন অনুষ্ঠান থেকে ফিরছিলেন। আজ রোববার ভারজাকান অঞ্চলে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। 

পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, তাবরিজের জুমার নামাজের খতিব হোজ্জাতোলেস্লাম আল হাশেম এবং আরও কয়েকজন ওই হেলিকপ্টারে ছিলেন। 

ইরনার সংবাদদাতা বলেছেন, উদ্ধার ও ত্রাণদলকে এরই মধ্যে দুর্ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে অভিযান ব্যাহত হচ্ছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং দুর্গম হওয়ায় ওই এলাকায় অনুসন্ধান অভিযান চালানো কঠিন। 

স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনুসন্ধান ও উদ্ধারকারী দলের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগতে পারে। 

ইরানের স্থানীয় একটি সংবাদমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্টের সফরসঙ্গীদের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে। তবে এখনো ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত