নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে কর্ণফুলী নদীর মোহনা থেকে বিধ্বস্ত হওয়া বিমানটি তুলে এনেছে নৌবাহিনী। আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ মিনিটে নদীর তলদেশে বিমানটির ওপর হাত পড়ে নৌবাহিনীর ডুবুরি দলের। এরপর নৌবাহিনীর জাহাজ ‘বলবান’ এর মাধ্যমে উদ্ধার করা হয় বিদ্ধস্ত বিমানটিকে।
সকাল ১১টা থেকে উদ্ধার কাজ শুরু করে নৌবাহিনীর চারটি ডুবুরি দল।
প্রথমে ম্যানুয়াল পদ্ধতিতে তল্লাশির মাধ্যমে বিমানটি উদ্ধারের চেষ্টা করা হয়। এতে কাজ না হওয়া অত্যাধুনিক স্কেনিং যন্ত্রের মাধ্যমে কাজটি শুরু করার একপর্যায়ে ফল আসে। বলবানে থাকা ক্রেনের সাহায্যে বর্তমানে বিমানটিকে জাহাজে তুলে কূলে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে বলবানের নেতৃত্ব থাকা নৌবাহিনীর কর্মকর্তা আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জাহাজে থাকা ক্রেনের মাধ্যমে বিমানটি উদ্ধার করা হয়েছে। প্রথমে স্কেনিং মেশিন দিয়ে বিমানটির অবস্থান শনাক্ত করা হয়। শনাক্তের পর ১ ঘণ্টার চেষ্টায় বিমানটি উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা।’ রাত ৯টার কিছু আগে বিধ্বস্ত বিমানটি শনাক্ত হয় বলে জানান তিনি।
দুই বাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথমে বিমানটি নিয়ে যাওয়া হবে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায়। সেখান থেকে বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে আনুষ্ঠানিকভাবে।
তারা আরও জানান, এ পথেই দেশি-বিদেশি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বিমানটি দ্রুত শনাক্ত করতে না পারলে, জাহাজ চলাচলে বিঘ্ন ঘটতো। যা দেশের অর্থনীতির জন্য চরম ক্ষতিকর হতো।
আইএসপিআর এর তথ্যমতে, বৃহস্পতিবার সকালে বিমানবাহিনীর ইয়াক-১৩০ (YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমানটি ‘যান্ত্রিক ত্রুটির কারণে’ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় বৈমানিক উইং কমান্ডার মো. সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ জরুরি প্যারাসুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন। দুই বৈমানিককে বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা হয়। পরে জাওয়াদ মারা যান।
আরও পড়ুন:
১১ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে কর্ণফুলী নদীর মোহনা থেকে বিধ্বস্ত হওয়া বিমানটি তুলে এনেছে নৌবাহিনী। আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ মিনিটে নদীর তলদেশে বিমানটির ওপর হাত পড়ে নৌবাহিনীর ডুবুরি দলের। এরপর নৌবাহিনীর জাহাজ ‘বলবান’ এর মাধ্যমে উদ্ধার করা হয় বিদ্ধস্ত বিমানটিকে।
সকাল ১১টা থেকে উদ্ধার কাজ শুরু করে নৌবাহিনীর চারটি ডুবুরি দল।
প্রথমে ম্যানুয়াল পদ্ধতিতে তল্লাশির মাধ্যমে বিমানটি উদ্ধারের চেষ্টা করা হয়। এতে কাজ না হওয়া অত্যাধুনিক স্কেনিং যন্ত্রের মাধ্যমে কাজটি শুরু করার একপর্যায়ে ফল আসে। বলবানে থাকা ক্রেনের সাহায্যে বর্তমানে বিমানটিকে জাহাজে তুলে কূলে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে বলবানের নেতৃত্ব থাকা নৌবাহিনীর কর্মকর্তা আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জাহাজে থাকা ক্রেনের মাধ্যমে বিমানটি উদ্ধার করা হয়েছে। প্রথমে স্কেনিং মেশিন দিয়ে বিমানটির অবস্থান শনাক্ত করা হয়। শনাক্তের পর ১ ঘণ্টার চেষ্টায় বিমানটি উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা।’ রাত ৯টার কিছু আগে বিধ্বস্ত বিমানটি শনাক্ত হয় বলে জানান তিনি।
দুই বাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথমে বিমানটি নিয়ে যাওয়া হবে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায়। সেখান থেকে বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে আনুষ্ঠানিকভাবে।
তারা আরও জানান, এ পথেই দেশি-বিদেশি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বিমানটি দ্রুত শনাক্ত করতে না পারলে, জাহাজ চলাচলে বিঘ্ন ঘটতো। যা দেশের অর্থনীতির জন্য চরম ক্ষতিকর হতো।
আইএসপিআর এর তথ্যমতে, বৃহস্পতিবার সকালে বিমানবাহিনীর ইয়াক-১৩০ (YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমানটি ‘যান্ত্রিক ত্রুটির কারণে’ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় বৈমানিক উইং কমান্ডার মো. সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ জরুরি প্যারাসুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন। দুই বৈমানিককে বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা হয়। পরে জাওয়াদ মারা যান।
আরও পড়ুন:
পাবনার চাটমোহরে প্রাণের ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার থেকে বিপুল ভেজাল দুধ জব্দ করা হয়েছে। এ সময় দুধ সংগ্রহ, মজুত ও সরবরাহের দায়ে প্রাণ হাবের তিন কর্মকর্তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরে উন্নত জাতের বীজের ব্র্যান্ডের মোড়কের আড়ালে সাধারণ মানের বীজ কৃষকদের কাছে বিক্রি করে যাচ্ছিল আয়েশা সিড কোম্পানি। আজ সোমবার দুপুরে মধুপুর পৌরসভার বাসাবাড়ী মার্কেটে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোম্পানিটির এমন প্রতারণার বিষয়টি ধরা পড়ে। আদালত কোম্পানির মালিক মো. রমজান আলীকে
১৫ মিনিট আগেফরিদপুরে ১৩ বছরের এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে তার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই টাকা আসামির জমি বিক্রি করে কিশোরীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
২১ মিনিট আগেবেলা তখন ১টা ১৫-এর আশপাশে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিনের ক্লাস শেষ। শিক্ষার্থীরা বের হওয়ার অপেক্ষায়। অনেকে বের হয়েও গেছে। স্কুলের হায়দার আলী ভবনেও একই অবস্থা। তবে কিছু শিক্ষার্থী শ্রেণিশিক্ষকের কাছে কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ বিকট শব্দ। কোনো কিছু বোঝার আগেই হা
২৮ মিনিট আগে