ঠাঁই নেই কক্সবাজারে
বছরের শেষের দিকে বিজয় দিবসের ছুটির সঙ্গে দুই দিনের সাপ্তাহিক ছুটি। সপ্তাহান্তের এই টানা তিন দিনের ছুটিতে পর্যটকেরা যেন হুমড়ি খেয়ে পড়ছেন কক্সবাজারে। কোথাও ঠাঁই নেই, না হোটেল-মোটেল-রেস্টহাউস, না আত্মীয়স্বজনের বাড়ি। অনেকে রাস্তার পাশে কিংবা সৈকতের কাছে তাঁবু খাটিয়ে আর রাতভর আগুন জ্বালিয়ে রাত পার করছেন।