Ajker Patrika

বিএনপির মিছিলে হামলার অভিযোগ

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১২: ১০
বিএনপির মিছিলে হামলার অভিযোগ

মহান বিজয় দিবসে বিএনপির একটি অংশের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। সাবেক ছাত্রনেতা এমডি মামুন বিন আব্দুল মান্নান গত বৃহস্পতিবার বিকেলে পৌর সদরের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন। হামলায় অন্তত আট নেতা-কর্মী আহত হয়েছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ১৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে তাঁর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির একটি মিছিল বের হয়। মিছিলটি নান্দাইল নতুন বাজার প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে ফিরছিল। পথে নান্দাইল ব্রিজে পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে তাঁর নেতা-কর্মীরা হামলা চালান।

এ হামলার ঘটনায় পৌর ছাত্রদলের সদস্যসচিব খায়রুল ইসলাম ভূঁইয়া শুভ, স্বেচ্ছাসেবক দলের নেতা রায়হান হাসান, মো. হৃদয় হাসান, মো. ফরহাদ মিয়া, ছাত্রদল নেতা মো. আকাশ, জয়নালসহ আটজন গুরুতর আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মামুন বিন আব্দুল মান্নান বলেন, ‘মহান বিজয় দিবসের এ ধরনের অরাজকতা করার তীব্র নিন্দা জানাই। যারা এ ধরনের কুকর্ম করেছে তারা বিজয় দিবসে বিএনপির মিছিলকে বানচাল করতে চেয়েছে। আমি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতিতে বিশ্বাসী বলেই দাঙ্গা-হাঙ্গামায় যেতে চাই না।’

এ ব্যাপারে জানতে সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। এ সময় তিনি হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন লুব্রিকেন্টস: ১৬ দিনে শেয়ারদর বেড়েছে ৯৩ শতাংশ, কারসাজি সন্দেহে তদন্তের নির্দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত