Ajker Patrika

টানা ছুটিতে পর্যটকে মুখরিত সৈকত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৪
টানা ছুটিতে পর্যটকে মুখরিত সৈকত

মহান বিজয় দিবস ও সরকারি তিন দিনের ছুটিতে কুয়াকাটায় এসেছেন হাজার হাজার পর্যটক। অনেক আগেই বুকিং হয়ে গেছে কুয়াকাটার বেশির ভাগ হোটেল-মোটেল। আর বেশি পর্যটক আসায় অনেক দিন পর আবার বেশ লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা এমনটাই জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সরকারি ছুটি থাকায় বুধবার বিকেল থেকেই পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা গেছে বৃহস্পতিবার সৈকতের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায়, সৈকতে আনন্দ উল্লাসে মেতেছেন নানা বয়সের মানুষ। শিশুরা বালু ও অল্প পানিতে আনন্দ করছে, তরুণ ও বয়সীরা সমুদ্রে গোসলে মেতেছেন, আর বৃদ্ধরা ছাতার নিচে বেঞ্চে বসে উপভোগ করছেন বিশাল সমুদ্রের জলরাশির সৌন্দর্য।

ঢাকা থেকে আসা রুমানা-ছগির দম্পতি আজকের পত্রিকাকে জানান, তিন দিনের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে এসেছেন। মা-বাবা ছাতার নিচে বসে আছে, তাঁরা ছবি তুলছেন, বাচ্চারা খেলা করছে। আগের থেকে কুয়াকাটার পরিবেশটাও অনেক সুন্দর, ভালো লাগছে।

খুলনা থেকে আসা রনি খান বলেন, এখানে এসে অনেক আনন্দ করেছি। বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছি। বাচ্চারাও অনেক খুশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত