Ajker Patrika

সুবর্ণজয়ন্তী উপলক্ষে খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৪: ২৪
Thumbnail image

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লায় খাদ্য বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ওয়ালটন প্লাজা। গত বৃহস্পতিবার বিকেলে নগরীর টিক্কারচর গোমতি বাঁধে বৃক্ষরোপণ করা হয়। এর আগে দুপুরে ঈদগাও এলাকায় অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ ছাড়া কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ঈদগাহে ফিরে আসে।

বিজয় শোভাযাত্রাটি উদ্বোধন করেন কুমিল্লা জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুমিল্লার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ। আকাইদ দৈনিক আজকের পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এ সময় ওয়ালটনের কুমিল্লা জোনের এরিয়া ম্যানেজার মোশারফ হোসেন, ওয়ালটন রাজগঞ্জ প্লাজার সিনিয়র ম্যানেজার আরিফুল হক, চকবাজার প্লাজার সিনিয়র ম্যানেজার মো. নজরুল ইসলাম, পদুয়ার বাজার প্লাজার ম্যানেজার রাকিবুল হাসান, বুড়িচং প্লাজার ম্যানেজার আবদুল আলিম, চান্দিনা প্লাজার ম্যানেজার নাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ওয়ালটন প্লাজায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ওয়ালটন প্লাজার ডিলাররা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত