Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৬
ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে   সম্মাননা

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিভিন্ন উপজেলার ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তাদের এ সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌরসভা মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

সভায় বক্তারা বলেন, এখনো মুক্তিযুদ্ধবিরোধী একটি শক্তি বাংলাদেশের অগ্রগামিতাকে থামিয়ে দিতে নানা পাঁয়তারা করছে। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ওই অপশক্তি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করে যাচ্ছে, কিন্তু আমরা সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারছি না। যা অত্যন্ত দুঃখজনক।

তারা আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বীর মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত তরুণ প্রজন্ম গড়ে উঠলেই যে লক্ষ্য নিয়ে এ দেশ স্বাধীন করা হয়েছিল, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।’

অনুষ্ঠানের শেষ দিকে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট, ফুল ও উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত