বিএসএমএমইউকে রক্ত পরীক্ষার ২০ হাজার কিট দিল চীনের সিনোভ্যাক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) বিভিন্ন ধরনের প্রায় ২০ হাজার কিট দিয়েছে চীন ভিত্তিক সিনোভ্যাক বায়োটেক (বাংলাদেশ) লিমিটেড। রক্ত পরীক্ষার এসব কিটের মধ্যে রয়েছে: এইচবিএসএজি, ম্যালেরিয়া, সিফিলিস, এবিও ব্লাড গ্রুপ টেস্টিং কিট।