অবৈধভাবে পদ্মার বালু উত্তোলন, ঝুঁকিতে রাস্তা
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালী একটি চক্র। বসতবাড়ি ও কৃষিজমির আশপাশ থেকে বালু তোলা হচ্ছে অবাধে। এতে ঘর, মসজিদ, রাস্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এদিকে অবৈধভাবে তোলা বালু বিক্রি করে চক্রটি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিলেও প্রশাসন নির্বিকার।