স্বাভাবিক হাঁটা-চলা করতে পারবেন আনু মুহাম্মদ: চিকিৎসক
বাম পায়ের বৃদ্ধা আঙুল থেকে চারটা আঙুলের শুধু একটু হাড় বের হয়ে আছে। ছোট আঙুলও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর পায়ের ঊরু থেকে চামড়া নিয়ে রিপেয়ারিং করা হয়েছে। ডান পায়ের বৃদ্ধা আঙুলের শুধু নখ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আসা করি ঠিক হয়ে যাবে। আগামী বৃহস্পতিবার আবার ড্রেসিং করা হবে...