শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্য ‘শেখ রাসেল পুষ্পকানন’
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা-বড়কাচনা রাস্তার পাশে আংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় যে কারও চোখ আটকাবে। পরিষ্কার-পরিচ্ছন্ন সরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেই বাহারী সব ফুলের সমারোহ। শেখ রাসেল পুষ্পকানন নামের এই বাগানে রয়েছে গোলাপ, গাঁধা, জবা, ডালিয়া, রজনীগন্ধা, কাঁঠালচাপ