বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের রচনা, নির্দেশনা ও অভিনয়ে বাগেরহাটে ‘অভিশপ্ত আগস্ট’ নামের একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা নিয়ে নির্মিত নাটকটির ৫৯ তম মঞ্চায়ন করা হয়।
নাটকটি দেখতে ফাউন্ডেশন মিলনায়তনে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। পুলিশ সদস্যরা অভিনয়ের মাধ্যমে ১৫ আগস্টের কালো রাতের করুণ কাহিনি ফুটিয়ে তুলেছেন। নিখুঁত অভিনয়ে অনেক দর্শকই চোখের পানি ধরে রাখতে পারেননি। সাধারণ দর্শকদের পাশাপাশি বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ রাজনৈতিক নেতারা নাটকটি উপভোগ করেন।
ঘটনাপ্রবাহে দেখা মেলে আর দশটা সাধারণ দিনের মতোই হত্যাকাণ্ডের আগ পর্যন্ত ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির কর্মব্যস্ততার চিত্র। বাদ যায়নি শিশু শেখ রাসেলের করুণ আর্তনাদ ও তাকে বাঁচাতে পরীবানুর আকুতি। নাটকের দৃশ্যপটে উঠে এসেছে ৩২ নম্বর বাড়ির প্রতিটি মানুষ। সেই সূত্র ধরে উঠে এসেছে কর্মচারী রমা, পরীবানু, আব্দুল থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা সিদ্দিকুরের চরিত্র। তুলে ধরা হয়েছে বাড়ির মানুষের সাধারণ জীবনযাপনের চিত্র।
বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময় বলেন, নাটকটিতে সেই দিনের ঘটনা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বুঝতে হলে জানতে হবে। সেই ৭৫ সালের ১৫ আগস্টের কাকডাকা ভোরের নৃশংসতার ঘটনা নতুন প্রজন্ম এই নাটকটির মাধ্যমে জানতে পারবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, পুলিশ সদস্যরা যে হৃদয়বিদারক ঘটনা মঞ্চস্থ করেছেন তা মন ছুঁয়ে গেছে। তাঁরা চমৎকারভাবে অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন।
পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, নাটকটির মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে বার্তাটি দেওয়া। ৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহতা তাঁরা জানে না। অনেকে বই পড়ে জেনেছে। বাংলাদেশ পুলিশ নাটকের মাধ্যমে বার্তাটি দেশব্যাপী নতুন প্রজন্মকে জানাতে এই আয়োজন করেছে।
নাটকটির পরিকল্পনা ও তথ্য সংকলন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমানের নির্দেশনায় এই নাটকে ৩০ জন পুলিশ সদস্য অভিনয় করেছেন।
বাংলাদেশ পুলিশের রচনা, নির্দেশনা ও অভিনয়ে বাগেরহাটে ‘অভিশপ্ত আগস্ট’ নামের একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা নিয়ে নির্মিত নাটকটির ৫৯ তম মঞ্চায়ন করা হয়।
নাটকটি দেখতে ফাউন্ডেশন মিলনায়তনে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। পুলিশ সদস্যরা অভিনয়ের মাধ্যমে ১৫ আগস্টের কালো রাতের করুণ কাহিনি ফুটিয়ে তুলেছেন। নিখুঁত অভিনয়ে অনেক দর্শকই চোখের পানি ধরে রাখতে পারেননি। সাধারণ দর্শকদের পাশাপাশি বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ রাজনৈতিক নেতারা নাটকটি উপভোগ করেন।
ঘটনাপ্রবাহে দেখা মেলে আর দশটা সাধারণ দিনের মতোই হত্যাকাণ্ডের আগ পর্যন্ত ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির কর্মব্যস্ততার চিত্র। বাদ যায়নি শিশু শেখ রাসেলের করুণ আর্তনাদ ও তাকে বাঁচাতে পরীবানুর আকুতি। নাটকের দৃশ্যপটে উঠে এসেছে ৩২ নম্বর বাড়ির প্রতিটি মানুষ। সেই সূত্র ধরে উঠে এসেছে কর্মচারী রমা, পরীবানু, আব্দুল থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা সিদ্দিকুরের চরিত্র। তুলে ধরা হয়েছে বাড়ির মানুষের সাধারণ জীবনযাপনের চিত্র।
বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময় বলেন, নাটকটিতে সেই দিনের ঘটনা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বুঝতে হলে জানতে হবে। সেই ৭৫ সালের ১৫ আগস্টের কাকডাকা ভোরের নৃশংসতার ঘটনা নতুন প্রজন্ম এই নাটকটির মাধ্যমে জানতে পারবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, পুলিশ সদস্যরা যে হৃদয়বিদারক ঘটনা মঞ্চস্থ করেছেন তা মন ছুঁয়ে গেছে। তাঁরা চমৎকারভাবে অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন।
পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, নাটকটির মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে বার্তাটি দেওয়া। ৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহতা তাঁরা জানে না। অনেকে বই পড়ে জেনেছে। বাংলাদেশ পুলিশ নাটকের মাধ্যমে বার্তাটি দেশব্যাপী নতুন প্রজন্মকে জানাতে এই আয়োজন করেছে।
নাটকটির পরিকল্পনা ও তথ্য সংকলন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমানের নির্দেশনায় এই নাটকে ৩০ জন পুলিশ সদস্য অভিনয় করেছেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫