খুলনায় হয়নি কমপ্লেক্স বিপাকে পর্যটকেরা
খুলনায় উদ্যোগ নেওয়ার ৫২ বছর পরও নির্মিত হয়নি পর্যটন কমপ্লেক্স। কমপ্লেক্স না থাকায় এখানে পর্যটন করপোরেশনেরও নেই কোনো কার্যক্রম। সরকারি সুযোগ-সুবিধা না থাকায় খুলনায় আসা পর্যটকদের পড়তে হয় নানান বিড়ম্বনায়। এদিকে পর্যটন করপোরেশন বলছে, জমি পেলেও আর্থিক সংকটের কারণে কমপ্লেক্স নির্মাণ করা সম্ভব হয়নি।