Ajker Patrika

নিয়োগের দাবিতে এনটিআরসিএ নিবন্ধনধারীদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
নিয়োগের দাবিতে এনটিআরসিএ নিবন্ধনধারীদের মানববন্ধন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর নিবন্ধিত সনদধারীদের নিয়োগের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন, বাগেরহাট জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, এনটিআরসিএ এর মাধ্যমে সাম্প্রতিক সম্পন্ন হওয়া নিয়োগ প্রক্রিয়ায় বেশির ভাগ ক্ষেত্রে বিভিন্ন স্কুল-কলেজে চাকরিরত পুনরায় আবারও সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তারা নতুন প্রতিষ্ঠানে যোগদান করায়, তাদের পূর্বের প্রতিষ্ঠানের পদ শূন্য রয়েছে। এ ছাড়া এখনো বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় অনেক পদ শূন্য রয়েছে। 

এত শূন্য পদের বিপরীতে নিবন্ধনে উত্তীর্ণ সনদধারী চাকরি প্রত্যাশী রয়েছে মাত্র ৭০ থেকে ৮০ হাজার। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সংকট পূরণ ও চাকরি প্রত্যাশীদের ভবিষ্যৎ চিন্তা করে অতি দ্রুত সময়ের মধ্যে নিবন্ধনধারীদের চাকরি প্রদানের দাবি জানান মানববন্ধনকারীরা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন, বাগেরহাট জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক অভিজিৎ ঢালী, সদস্য অরুণ কুমার পাল, তাপস ভান্ডারী, সঞ্জয় সরকার, তুষার ভান্ডারী প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত