মেয়েকে উৎসর্গ করে মিলন মাহমুদের গান
‘স্বপ্ন যাবে বাড়ি আমার’, ‘চলো সবাই, ‘যাক না উড়ে’সহ অনেক জনপ্রিয় গানের শিল্পী মিলন মাহমুদ। ঈদ উপলক্ষে এবার ‘মনের মানুষ’ নামে নতুন গান গেয়েছেন তিনি। মিলনের কথা, সুর, কণ্ঠে গানটির সংগীত করেছেন হৃদয় খান। গানটি একমাত্র মেয়ে মায়াবী মাহমুদকে উৎসর্গ করেছেন মিলন।