বাংলার সাধক লালন ফকির ও প্রাচীন ভারতের কবি কবীর দাস দুজনেই নিজেদের সময়ে দাঁড়িয়ে বলেছেন সম্প্রীতির কথা। তাঁদের গানে বারবার উঠেছে মানুষ ও মানবতার বাণী। এ দুই প্রখ্যাত ব্যক্তিত্বকে একসঙ্গে পাওয়া গেল কোক স্টুডিও বাংলার নতুন গানে। লালনের ‘সব লোকে কয়’ এবং কবীরের ‘কবীরা কুয়া এক হ্যায়’ গান দুটি জুড়ে কোক স্টুডিও তাদের নতুন গান প্রকাশ করেছে। এ গানে কণ্ঠ দিয়েছেন কানিজ খন্দকার মিতু ও মুর্শিদাবাদী।
মঙ্গলবার সন্ধ্যায় গানটি প্রকাশের পর ইউটিউবের কমেন্ট বক্স ভরে যাচ্ছে দর্শক-শ্রোতাদের প্রশংসায়। গানটি সম্পর্কে কোক স্টুডিও বলছে, ‘সব লোকে কয় গানটি উৎসর্গ করা হয়েছে মানুষের প্রতি মানুষের চিরন্তন ভালোবাসার প্রতি। মানব ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, মানুষ সব সময় একটি অভিন্ন চেতনার অংশ হয়ে থেকেছে। মরমী কবি ফকির লালন শাহ ও কবীর দাস সম্পর্কেও একই কথা বলা যেতে পারে। ভিন্ন সময়ে বসবাস করেও তাঁরা একই কথা বলে গেছেন। তাঁরা মানুষের সম্প্রীতি ও সহাবস্থানে বিশ্বাস করতেন। যখন আমরা সব লোকে কয় ও কবীরা কুয়া এক হ্যায় গান দুটি একসঙ্গে শুনি, তখন এটা আরও স্পষ্ট হয়ে ওঠে যে, আমরা সবাই মানবতার একক চেতনায় যুক্ত। পরস্পরকে ভালোবাসা, সহানুভূতিশীল হওয়া এবং সম্প্রীতিতে বসবাস করা হোক আমাদের সবার লক্ষ্য।’
‘সব লোকে কয়’ কোক স্টুডিও বাংলার প্রকাশ করা সপ্তম গান। জনপ্রিয় বাংলা গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করে এরইমধ্যে সাড়া ফেলেছে প্ল্যাটফর্মটি। আগের গানগুলোতে পারফর্ম করেছেন অর্ণব ও রিপন (চিলতে রোদ), অনিমেষ রায় ও পান্থ কানাই (নাসেক নাসেক), মমতাজ ও মিজান (প্রার্থনা), ঋতুরাজ ও নন্দিতা (বুলবুলি) এবং সুমি ও র্যাপ ব্যান্ড জালালি সেট (ভবের পাগল)।
শুনুন কোক স্টুডিও বাংলার নতুন গান ‘সব লোকে কয়’:
বাংলার সাধক লালন ফকির ও প্রাচীন ভারতের কবি কবীর দাস দুজনেই নিজেদের সময়ে দাঁড়িয়ে বলেছেন সম্প্রীতির কথা। তাঁদের গানে বারবার উঠেছে মানুষ ও মানবতার বাণী। এ দুই প্রখ্যাত ব্যক্তিত্বকে একসঙ্গে পাওয়া গেল কোক স্টুডিও বাংলার নতুন গানে। লালনের ‘সব লোকে কয়’ এবং কবীরের ‘কবীরা কুয়া এক হ্যায়’ গান দুটি জুড়ে কোক স্টুডিও তাদের নতুন গান প্রকাশ করেছে। এ গানে কণ্ঠ দিয়েছেন কানিজ খন্দকার মিতু ও মুর্শিদাবাদী।
মঙ্গলবার সন্ধ্যায় গানটি প্রকাশের পর ইউটিউবের কমেন্ট বক্স ভরে যাচ্ছে দর্শক-শ্রোতাদের প্রশংসায়। গানটি সম্পর্কে কোক স্টুডিও বলছে, ‘সব লোকে কয় গানটি উৎসর্গ করা হয়েছে মানুষের প্রতি মানুষের চিরন্তন ভালোবাসার প্রতি। মানব ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, মানুষ সব সময় একটি অভিন্ন চেতনার অংশ হয়ে থেকেছে। মরমী কবি ফকির লালন শাহ ও কবীর দাস সম্পর্কেও একই কথা বলা যেতে পারে। ভিন্ন সময়ে বসবাস করেও তাঁরা একই কথা বলে গেছেন। তাঁরা মানুষের সম্প্রীতি ও সহাবস্থানে বিশ্বাস করতেন। যখন আমরা সব লোকে কয় ও কবীরা কুয়া এক হ্যায় গান দুটি একসঙ্গে শুনি, তখন এটা আরও স্পষ্ট হয়ে ওঠে যে, আমরা সবাই মানবতার একক চেতনায় যুক্ত। পরস্পরকে ভালোবাসা, সহানুভূতিশীল হওয়া এবং সম্প্রীতিতে বসবাস করা হোক আমাদের সবার লক্ষ্য।’
‘সব লোকে কয়’ কোক স্টুডিও বাংলার প্রকাশ করা সপ্তম গান। জনপ্রিয় বাংলা গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করে এরইমধ্যে সাড়া ফেলেছে প্ল্যাটফর্মটি। আগের গানগুলোতে পারফর্ম করেছেন অর্ণব ও রিপন (চিলতে রোদ), অনিমেষ রায় ও পান্থ কানাই (নাসেক নাসেক), মমতাজ ও মিজান (প্রার্থনা), ঋতুরাজ ও নন্দিতা (বুলবুলি) এবং সুমি ও র্যাপ ব্যান্ড জালালি সেট (ভবের পাগল)।
শুনুন কোক স্টুডিও বাংলার নতুন গান ‘সব লোকে কয়’:
নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন ফেসবুকে নিজের একটি লেখা শেয়ার করেছেন। তাঁর অনুমতি সাপেক্ষে আজকের পত্রিকার পাঠকদের জন্য সেই লেখা হুবহু প্রকাশ করা হলো
৪ ঘণ্টা আগেজাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ১৯তম ইন্টারন্যাশনাল ইয়ুথ ফর হিউম্যান রাইটস সামিটে বক্তা হিসেবে অংশ নিয়েছেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। প্রথম বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে এই সম্মেলনে বক্তব্য দেওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
৪ ঘণ্টা আগেগত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
১৭ ঘণ্টা আগেবাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী।
১৭ ঘণ্টা আগে