রেলের পাম্প নষ্ট রেখে পানি বিক্রির ব্যবসা
বাংলাদেশ রেলওয়ের অন্তত ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারী ও ভাড়াটের বাস নগরের সিআরবি, বাটালি রোড, গোয়ালাপাড়া, মতিঝরনা, আমবাগান, ঝাউতলার রেল কলোনিতে। একসময় অন্তত ১২টি গভীর নলকূপ দিয়ে এসব মানুষের পানি দেওয়া হতো। এখন সেসব পাম্প নষ্ট রেখে বেসরকারি খাতে পানি বিক্রির অবৈধ কারবার চালাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির সাব