Ajker Patrika

যাত্রীদের নিরাপত্তায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নিরাপত্তা বেড়া

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম 
যাত্রীদের নিরাপত্তায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নিরাপত্তা বেড়া

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের রেলওয়ে থানার পাশেই এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আছে ওভারপাস। বাচ্চাসহ তিন যাত্রী সেই ওভারপাস ব্যবহার না করে রেললাইন দিয়ে হেঁটেই অন্য প্ল্যাটফর্মে যাচ্ছিলেন। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন আসছিল তাঁদের দিকেই। ট্রেন আসতে দেখে দ্রুত পার হতে গিয়ে বাচ্চাসহ পড়ে যান তাঁরা। বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে তাঁরা বেঁচে গেলেও, পার হতে গিয়ে কাটা পড়ে নিহত হওয়ার একাধিক ঘটনাও আছে এই স্টেশনে। 

ওভারপাস থাকার পরও যখন-তখন রেললাইন পার হওয়ার এই প্রবণতা রুখতে এবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্রত্যেক প্ল্যাটর্ফমকে পৃথক করতে তৈরি করা হচ্ছে নিরাপত্তা বেড়া। ইতিমধ্যে ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের রেললাইনে এক পাশের কাজ শেষ পর্যায়ে। বাকি ৫,৬, ৭,৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্মের কাজও পরবর্তীতে করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বলেন, ‘ওভারপাস থাকার পরও যাত্রীরা সেটি ব্যবহার না করে রেললাইন পার হয়ে অন্য প্লাটফর্মে যান। এতে বিভিন্নসময় দুর্ঘটনা ঘটে। যাত্রীর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে স্টেশনের প্লাটফর্মে নিরাপত্তা বেষ্টনীর দেওয়ার জন্য প্রস্তাব করা হয়। সেই প্রস্তাবের প্রেক্ষিতে এই বেষ্টনী।’ 

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী (১) মো. এমএইচ মুকুল আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই মাস ধরে নিরাপত্তা বেষ্টনীর কাজ শুরু হয়। এখন ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম কাজ চলছে। বাকিগুলো টেন্ডার হলে পরবর্তীতে কাজ শুরু হবে।’ 

পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন বলেন, ‘যেখানে যাত্রীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেখানে আমরা কাজ করে দিচ্ছি। নিরাপত্তা বেষ্টনীগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত