রুপিতে ডেবিটকার্ড চালু হচ্ছে
বাংলাদেশ ব্যাংক নতুন পে কার্ড (ডেবিট কার্ড) চালু করতে যাচ্ছে। দেশে ব্যবহারের পাশাপাশি এই কার্ডে ভারতে গিয়ে রুপির ব্যবহারও করা যাবে। বাংলাদেশ ব্যাংক বলছে, এই কার্ড চালু হলে ডলার বাঁচবে। কারণ, বাংলাদেশিরা তখন ভারতে গিয়ে ডলার নয়, সরাসরি রুপি ব্যবহার করবেন।