Ajker Patrika

স্মারক স্বর্ণমুদ্রার দাম ফের বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্মারক স্বর্ণমুদ্রার দাম ফের বাড়ল

দেশের ইতিহাসে সোনার দাম এখন সর্বোচ্চ। এর পরিপ্রেক্ষিতে স্মারক মুদ্রার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম ৫ হাজার টাকা করে বাড়িয়ে ৯৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এ দর আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক ও দেশীয় বাজারে সোনার দাম বাড়ায় এ মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে, গত ২ নভেম্বর প্রতিটি স্মারক মুদ্রার দাম ৩০ হাজার টাকা বাড়িয়ে ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০০০ ’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০–২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১–২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের স্বর্ণ দিয়ে প্রস্তুত করা ১০ গ্রাম ওজনের এসব স্মারক স্বর্ণমুদ্রার (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য ৯৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত