Ajker Patrika

তারল্য-সংকট নিরসনে বেশি সুদে আমানত সংগ্রহের সুযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০০: ০৩
তারল্য-সংকট নিরসনে বেশি সুদে আমানত সংগ্রহের সুযোগ

ব্যাংকের তারল্য-সংকট কাটাতে ঋণের সুদহার বাজারভিত্তিক করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনার আলোকে আমানত ও ঋণের সুদ ব্যবধানের (স্প্রেড) জন্য বাধ্যতামূলক ৪ শতাংশের সীমা তুলে দিয়ে ব্যাংকের জন্য উন্মুক্ত করা হয়েছে। 

আজ বুধবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দিয়েছে। 

বিদ্যমান নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংক আমানতে ৫ শতাংশ সুদ দিলে ঋণে ৯ শতাংশের বেশি সুদ নিতে পারে না। ফলে ব্যাংকগুলো চাইলেও গ্রাহকের চাহিদামতো আমানতে সুদ দিতে পারে না। নতুন নির্দেশনায় এই বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, এখন ঋণ-আমানতের সুদহারের ব্যবধানে কোনো সীমা থাকবে না। ২ বা ৩ শতাংশে আমানত নিয়েও ৯ শতাংশ সুদে ঋণ দেওয়ার সুযোগ পাবে ব্যাংকগুলো। অর্থাৎ আমানতের সুদহার যা-ই হোক, ‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট’ রেটের সঙ্গে নির্ধারিত মার্জিন যোগ করে ঋণের সুদহার নির্ধারণ করা যাবে। আবার তারল্য-সংকট মোকাবিলায় ব্যাংকঋণের সুদহারের চেয়ে সামান্য কম সুদ দিয়েও আমানত সংগ্রহ করতে পারে। 

এখন যেহেতু তারল্য-সংকট রয়েছে, সেহেতু ব্যাংকগুলো কলমানির মাধ্যমে উচ্চ হারের তারল্য জোগান দিতে আমানতের সুদহার বাড়াতে পারবে। উদাহরণ হিসেবে ব্যাংকের গ্রাহক পর্যায়ে সুদের হার ১১ শতাংশ হলে সেই ব্যাংক ৭ বা কিংবা ৯ শতাংশ বা তার কাছাকাছি হারে সুদ দিয়ে আমানত সংগ্রহ করতে পারবে। এতে আমানত সংগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ‘সুদের হার বেশি হলে আমানত বাড়ে। আবার সুদহার কম হলে আমানতকারী কম সুবিধা পান, এ জন্য তিনি ব্যাংকে টাকা রাখতে চান না।’ 

উল্লেখ্য, ২০১৮ সালে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ব্যাংকগুলো বিভিন্ন প্রকার ঋণের সুদহার ক্রমাগত বৃদ্ধি করছে। ঋণের সুদহার অযৌক্তিক মাত্রায় বৃদ্ধি করা হচ্ছে, যা উদ্বেগজনক। এ পরিপ্রেক্ষিতে, ক্রেডিট কার্ড ও ভোক্তাঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ এবং আমানতের সুদহারে ব্যবধান ৪ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে এই ব্যবধান করা হয় ৫ শতাংশ। 

এদিকে ডলার-সংকট কাটাতে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাব খুলে বৈদেশিক মুদ্রা বা ডলার আমানতের সুদহারও বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় ডলার বা বৈদেশিক মুদ্রার আমানতের বিপরীতে স্মার্ট সুদহারের ভিত্তিতে ৭ থেকে প্রায় ৯ শতাংশ সুদ পাবেন গ্রাহক। 

নির্দেশনায় বলা হয়েছে, তিন মাস থেকে ১ বছর মেয়াদি আমানতের ওপর রেফারেন্স রেটসহ ১ দশমিক ৫০ শতাংশ, ১ বছর থেকে ৩ বছর সময়ের জন্য রেফারেন্স রেটসহ ২ দশমিক ২৫ শতাংশ এবং ৩ বছর থেকে ৫ বছর সময়ের জন্য রেফারেন্স রেটসহ ৩ দশমিক ২৫ শতাংশ সুদ পাবেন। বর্তমানে রেফারেন্স রেট রয়েছে সাড়ে ৫ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত