প্রথম ঘণ্টা না যেতেই ৫ উইকেট নেই বাংলাদেশের
মিরপুরের উইকেট 'আনপ্রেডিক্টবল' তকমা পেয়ে গেছে অনেক আগে থেকে। ব্যাটাররা নাকি এখানে বুঝেই উঠতে পারেন না, কখন বল কেমন আচরণ করবে। আরেকবার সেটার প্রমাণ রাখতেই কি না প্রথম দিনের প্রথম ঘণ্টা না পেরোতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলীয় সংগ্রহ তখন ২৫ রান।