নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম ঘণ্টায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একে একে ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরে যান টপ অর্ডার ব্যাটাররা। দুই লঙ্কান পেসারের আক্রমণ সামলে প্রতিরোধ তৈরি করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
আজ ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেট হারিয়ে ৬৬ রান। ২২ রানে অপরাজিত মুশফিকের সঙ্গী লিটনের সংগ্রহ ২৬ রান।
ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে হতাশ করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। শূন্য রানে কাসুন রাজিথার বলে বোল্ড হন তিনি। পরের ওভারে আরেক ওপেনার তামিম ইকবালকেও শূন্য রানে ফেরান আসিথা ফার্নান্দো।
দুই ওপেনারের বিদায়ের পরও প্রতিরোধ গড়তে পারেননি অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ৯ রান করা মুমিনুলকে ফার্নান্দো ফেরানোর পর ৮ রান করা শান্তকে দ্বিতীয় শিকার বানান রাজিথা।
ষষ্ঠ ব্যাটার হিসেবে ক্রিজে এসেই এলবিডব্লিউর শিকার হন সাকিব আল হাসান। প্রথম বলেই গোল্ডেন ডাকে এই ব্যাটারকে ফেরান রাজিথা। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো গোল্ডেন ডাকে ফেরেন তিনি। এর আগে ২০০৯ সালে চট্টগ্রামে লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসের শিকার হয়েছিলেন সাকিব।
ষষ্ঠ উইকেটের জুটিতে মুশফিকের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন লিটন। ২৪ রানে পাঁচ ব্যাটার ফেরার পর উইকেট আগলে রাখেন তাঁরা। সতর্কতার সঙ্গে বেশ সাবলীল ব্যাটিং করে এই জুটি। প্রথম ঘণ্টার বিপর্যয় কাটিয়ে মধ্যাহ্নের বিরতিতে গেছে বাংলাদেশ।
প্রথম ঘণ্টায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একে একে ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরে যান টপ অর্ডার ব্যাটাররা। দুই লঙ্কান পেসারের আক্রমণ সামলে প্রতিরোধ তৈরি করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
আজ ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেট হারিয়ে ৬৬ রান। ২২ রানে অপরাজিত মুশফিকের সঙ্গী লিটনের সংগ্রহ ২৬ রান।
ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে হতাশ করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। শূন্য রানে কাসুন রাজিথার বলে বোল্ড হন তিনি। পরের ওভারে আরেক ওপেনার তামিম ইকবালকেও শূন্য রানে ফেরান আসিথা ফার্নান্দো।
দুই ওপেনারের বিদায়ের পরও প্রতিরোধ গড়তে পারেননি অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ৯ রান করা মুমিনুলকে ফার্নান্দো ফেরানোর পর ৮ রান করা শান্তকে দ্বিতীয় শিকার বানান রাজিথা।
ষষ্ঠ ব্যাটার হিসেবে ক্রিজে এসেই এলবিডব্লিউর শিকার হন সাকিব আল হাসান। প্রথম বলেই গোল্ডেন ডাকে এই ব্যাটারকে ফেরান রাজিথা। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো গোল্ডেন ডাকে ফেরেন তিনি। এর আগে ২০০৯ সালে চট্টগ্রামে লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসের শিকার হয়েছিলেন সাকিব।
ষষ্ঠ উইকেটের জুটিতে মুশফিকের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন লিটন। ২৪ রানে পাঁচ ব্যাটার ফেরার পর উইকেট আগলে রাখেন তাঁরা। সতর্কতার সঙ্গে বেশ সাবলীল ব্যাটিং করে এই জুটি। প্রথম ঘণ্টার বিপর্যয় কাটিয়ে মধ্যাহ্নের বিরতিতে গেছে বাংলাদেশ।
ভারত-পাকিস্তান যুদ্ধটা শুধু দুই দেশের মধ্যেই চলছে না। যুদ্ধের মারপ্যাঁচে দুই দেশের ক্রিকেটও অনেক বেশি প্রভাবিত হচ্ছে। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্ট শেষভাগে এসে স্থগিত হয়েছে। আরব আমিরাতে হওয়ার সম্ভাবনা থাকলেও পিএসএলের বাকি অংশ আর হচ্ছেই না।
৩ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের অনেক ক্রিকেটার। কিন্তু ভারত-পাকিস্তান চলমান যুদ্ধের কারণে ২০২৫ আইপিএল স্থগিত করা হয়েছে। কবে আবার শুরু হবে, সেটা এখনো অনিশ্চিত।
৪ ঘণ্টা আগেপ্রিমিয়ার লিগে আজ ম্যাচ তিনটি হবে কি না, তা নিয়ে ছিল শঙ্কা। কারণ, বকেয়া পারিশ্রমিকের দাবিতে খেলা পরিচালনা করতে চাননি রেফারিরা। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের আশ্বাসে শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন তাঁরা। তবে বসুন্ধরা কিংস অ্যারেনা ও মুন্সিগঞ্জে খেলা নির্ধারিত সময়ে শুরু হলেও দেরি হয় ময়মনসিংহে।
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাবে স্থগিত হয়েছে আইপিএল, পিএসএলের শেষ অংশ। যেটার প্রভাব পড়তে পারে বাংলাদেশ-ভারত সিরিজেও। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান মনোভাব দেখে মনে হচ্ছে, বাংলাদেশ-ভারত সিরিজ মাঠে নাও গড়াতে পারে।
৫ ঘণ্টা আগে