উপমহাদেশের উইকেট এমনিতেই স্পিন সহায়ক। সেখানে বাংলাদেশ আরও এক কাঠি সরেস। সর্বশেষ পাঁচ বছরের পরিসংখ্যানের দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হয়। লাল বলে এই সময়ে উইকেট পড়ার গড়ের দিক দিয়ে তালিকার সবার ওপরে বাংলাদেশ। গড়ে এখানে প্রায় ২৮ রান পরপর স্পিনাররা উইকেট নিয়েছেন।
চট্টগ্রাম টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। চতুর্থ দিন শেষে দুই দলের মিলিয়ে উইকেট পড়েছে ২২টি, এর মধ্যে স্পিনাররা নিয়েছেন ১৩ উইকেট। বাকি ৯ উইকেটের ১টি রানআউট, অন্যটি রিটায়ার্ড হার্ট। অন্য ৭ উইকেট পেয়েছেন পেসাররা। এর মধ্যে আবার প্রতিপক্ষের ১৩ উইকেটের ১২টিই নিয়েছেন বাংলাদেশি স্পিনাররা।
শেষ পাঁচ বছরে বাংলাদেশে টেস্ট হয়েছে ১৫টি। যেখানে স্পিনাররা নিয়েছেন ৩৬৯ উইকেট। স্পিনারদের নেওয়া উইকেট সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তিনে থাকলেও গড়ের হিসাবে বাংলাদেশই সবার ওপরে। দুইয়ে আছে ৯ টেস্ট হওয়া সংযুক্ত আরব আমিরাত, যেখানে ২৮.৫৮ গড়ে স্পিনাররা নিয়েছেন ১৮৪ উইকেট। তালিকার তিনে ও চারে থাকা ভারত ও শ্রীলঙ্কায়ও স্পিনাররা উইকেট নিয়েছেন মুড়িমুড়কির মতো। এই সময়ে ২১ টেস্টে ভারতে উইকেট পড়েছে ৩৮৮টি আর শ্রীলঙ্কায় ১৭ টেস্টে স্পিনাররা নিয়েছেন ৪১৭ উইকেট।
এই জায়গায় ব্যতিক্রম উপমহাদেশের আরেক দেশ পাকিস্তান। যুগে যুগে কিংবদন্তি পেসারদের জন্ম দেওয়া পাকিস্তানে স্পিনাররা খুব বেশি সময় সুবিধা করতে পারেননি। স্পিনারদের উইকেট নেওয়ার এই তালিকার সবার নিচে আছে পাকিস্তান। শেষ পাঁচ বছরে আট টেস্টে এখানে স্পিনাররা উইকেট নিয়েছেন ৭৭টি।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সম্পর্কিত সবশেষ:
উপমহাদেশের উইকেট এমনিতেই স্পিন সহায়ক। সেখানে বাংলাদেশ আরও এক কাঠি সরেস। সর্বশেষ পাঁচ বছরের পরিসংখ্যানের দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হয়। লাল বলে এই সময়ে উইকেট পড়ার গড়ের দিক দিয়ে তালিকার সবার ওপরে বাংলাদেশ। গড়ে এখানে প্রায় ২৮ রান পরপর স্পিনাররা উইকেট নিয়েছেন।
চট্টগ্রাম টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। চতুর্থ দিন শেষে দুই দলের মিলিয়ে উইকেট পড়েছে ২২টি, এর মধ্যে স্পিনাররা নিয়েছেন ১৩ উইকেট। বাকি ৯ উইকেটের ১টি রানআউট, অন্যটি রিটায়ার্ড হার্ট। অন্য ৭ উইকেট পেয়েছেন পেসাররা। এর মধ্যে আবার প্রতিপক্ষের ১৩ উইকেটের ১২টিই নিয়েছেন বাংলাদেশি স্পিনাররা।
শেষ পাঁচ বছরে বাংলাদেশে টেস্ট হয়েছে ১৫টি। যেখানে স্পিনাররা নিয়েছেন ৩৬৯ উইকেট। স্পিনারদের নেওয়া উইকেট সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তিনে থাকলেও গড়ের হিসাবে বাংলাদেশই সবার ওপরে। দুইয়ে আছে ৯ টেস্ট হওয়া সংযুক্ত আরব আমিরাত, যেখানে ২৮.৫৮ গড়ে স্পিনাররা নিয়েছেন ১৮৪ উইকেট। তালিকার তিনে ও চারে থাকা ভারত ও শ্রীলঙ্কায়ও স্পিনাররা উইকেট নিয়েছেন মুড়িমুড়কির মতো। এই সময়ে ২১ টেস্টে ভারতে উইকেট পড়েছে ৩৮৮টি আর শ্রীলঙ্কায় ১৭ টেস্টে স্পিনাররা নিয়েছেন ৪১৭ উইকেট।
এই জায়গায় ব্যতিক্রম উপমহাদেশের আরেক দেশ পাকিস্তান। যুগে যুগে কিংবদন্তি পেসারদের জন্ম দেওয়া পাকিস্তানে স্পিনাররা খুব বেশি সময় সুবিধা করতে পারেননি। স্পিনারদের উইকেট নেওয়ার এই তালিকার সবার নিচে আছে পাকিস্তান। শেষ পাঁচ বছরে আট টেস্টে এখানে স্পিনাররা উইকেট নিয়েছেন ৭৭টি।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সম্পর্কিত সবশেষ:
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
৩৯ মিনিট আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
১ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। যেখানে সুযোগ পেয়েছেন প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। যদিও বাফুফে ১৯ সদস্যের আংশিক দল ঘোষণা করেছে। বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের কয়েকজন ফুটবলারকে ডাকা হবে ১২ আগস্টের পর। সেদিন দুই দলই খেলবে এএফসি চ্যালেঞ্জ
১ ঘণ্টা আগে