আজ ভাগ্যিস মাহমুদউল্লাহ ছিলেন!
মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে দুর্দান্ত শুরুর পরও ব্যাটিং ধসে পড়েছিল বাংলাদেশ। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে নেমে আজও ব্যাটিং ধসে পড়েছিল স্বাগতিকেরা। টপ অর্ডারদের ধসে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ ধুঁকছিল, তখন ত্রাতা হিসেবে মাঠে নামে মাহমুদউল্লাহ রিয়াদ।