Ajker Patrika

৪৯ রানে ৬ উইকেট নেই জিম্বাবুয়ের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪৯ রানে ৬ উইকেট নেই জিম্বাবুয়ের 

শেষ ওয়ানডেতে ২৫৭ রানের মাঝারি লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। তাড়া করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩.২ ওভারে ৪৯ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। 
অভিষেক ম্যাচের দ্বিতীয় ওভারে টানা দুই বলে ২ উইকেট নেন ইবাদত হোসেন। দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। অন্য দুই শিকার হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজের।

প্রথম ওভারেই বাংলাদেশকে স্বস্তি এনে দেন হাসান। তাকুদজোয়ানাশে কাইতানোকে শূন্য রানে এলবিডব্লুর ফাঁদে ফেলেন এই পেসার। পরের ওভারে মিরাজ ফেরান মারুমানিকে। তাঁর বলে বোল্ড হন মারুমানি (১)। 

প্রথম ওয়ানডেতেও প্রথম ২ ওভারেই ২ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। তবে আজ বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন অভিষিক্ত পেসার ইবাদত। পর পর দুই বলে ফেরান ওয়েসলি মাধহেভেরে ও দুর্দান্ত ফর্মে থাকা সিকান্দার রাজাকে। ইবাদতের বলে পয়েন্টে মিরাজের হাতে ক্যাচ দেন মাধহেভেরে। পরের বলে শূন্য রানে বোল্ড হয়ে ফেরেন রাজা। 
নবম ওভারে ইনোসেন্ট কাইয়াকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাইজুল। আর প্রথম ওয়ানডেন সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়াকে করেন স্টাম্পড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত