Ajker Patrika

৪৯ রানে ৬ উইকেট নেই জিম্বাবুয়ের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪৯ রানে ৬ উইকেট নেই জিম্বাবুয়ের 

শেষ ওয়ানডেতে ২৫৭ রানের মাঝারি লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। তাড়া করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩.২ ওভারে ৪৯ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। 
অভিষেক ম্যাচের দ্বিতীয় ওভারে টানা দুই বলে ২ উইকেট নেন ইবাদত হোসেন। দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। অন্য দুই শিকার হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজের।

প্রথম ওভারেই বাংলাদেশকে স্বস্তি এনে দেন হাসান। তাকুদজোয়ানাশে কাইতানোকে শূন্য রানে এলবিডব্লুর ফাঁদে ফেলেন এই পেসার। পরের ওভারে মিরাজ ফেরান মারুমানিকে। তাঁর বলে বোল্ড হন মারুমানি (১)। 

প্রথম ওয়ানডেতেও প্রথম ২ ওভারেই ২ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। তবে আজ বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন অভিষিক্ত পেসার ইবাদত। পর পর দুই বলে ফেরান ওয়েসলি মাধহেভেরে ও দুর্দান্ত ফর্মে থাকা সিকান্দার রাজাকে। ইবাদতের বলে পয়েন্টে মিরাজের হাতে ক্যাচ দেন মাধহেভেরে। পরের বলে শূন্য রানে বোল্ড হয়ে ফেরেন রাজা। 
নবম ওভারে ইনোসেন্ট কাইয়াকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তাইজুল। আর প্রথম ওয়ানডেন সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়াকে করেন স্টাম্পড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত