Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন রাজা

আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৬: ১১
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন রাজা

বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। সদ্য হালনাগাদ করা আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তিন ক্যাটাগরিতে উন্নতি করেছেন তিনি।

হারারেতে বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দুই ‘রাজকীয়’ সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে জিতিয়েছেন রাজা। র‍্যাঙ্কিংয়েও এর পুরস্কার পেলেন এই অলরাউন্ডার। ওয়ানডে ব্যাটারদের মধ্যে ১০ ধাপ এগিয়ে ২৯তম স্থানে জায়গা করে নিয়েছেন রাজা। আর বোলারদের মধ্যে ওঠে এসেছেন ৭৯তম স্থানে।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যববধানে এগিয়ে আছে জিম্বাবুয়ে। এই দুই ম্যাচে দুর্দান্ত দুটি সেঞ্চুরি করেন রাজা। আর বল হাতে নেন ৪ উইকেট। তাঁর অলরাউন্ড নৈপুণ্যে ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারের সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। তার পুরস্কার হিসেবে ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ক্যারিয়ার-সেরা চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন রাজা।

চোট পাওায়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝপথে ছিটকে যান লিটন দাস। ওয়ানডে ব্যাটারদের মধ্যে রাজার চেয়ে এক ধাপ ওপরে আছেন বাংলাদেশি এই ব্যাটার-উইকটেরক্ষক। বাংলাদেশি বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন তাইজুল ইসলাম। ৯ ধাপ এগিয়ে ৭১তম স্থানে বসেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত