Ajker Patrika

ধবলধোলাই এড়ানোর ম্যাচে জিম্বাবুয়েকে ২৫৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধবলধোলাই এড়ানোর ম্যাচে জিম্বাবুয়েকে ২৫৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ 

ধবলধোলাই এড়ানোর ম্যাচে জিম্বাবুয়েকে ২৫৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রান করে সফরকারীরা। সর্বোচ্চ ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ছয়ে নামা আফিফ হোসেন। 

প্রথম দুই ওয়ানডের চেয়ে আজ আরও কমে থেমেছে বাংলাদেশে স্কোর। শুরুটা অবশ্য ভালোই ছিল তামিম ইকবালের দলের। ওপেনিং জুটি থেকে আসে ৪১ রান। সঙ্গী এনামুল হক বিজয়ের সঙ্গে ভুল বোঝাবোঝিতে তামিম রান আউট হলে এই জুটি ভাঙে। আউট হওয়ার আগে ৩০ বলে ১৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক। 

তামিমের আউটের পর দ্রুত ৩ উইকেট হারায় বাংলাদেশ। ব্র্যাডলি এভান্সের একই ওভারে আউট হন নাজমুল হোসেন শান্ত (০) ও মুশফিকুর রহিম (০)। এরপর বিজয়ের সঙ্গে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ওয়ানডের মতো আজও বেশ আগ্রাসী ছিলেন বিজয়। যতক্ষণ উইকেটে ছিলেন জিম্বাবুয়ে বোলারদের শাসন করেছেন। ৮ বছর পর ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি যখন হাতের নাগালে মনে হচ্ছিল, ৭৬ রানে আউট হয়ে যান। লুক জঙ্গুয়ের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন বিজয়। ৭১ বলে বলের ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা মারেন। 

তবে বিজয়ের সঙ্গে জুটিতে তো বটেই একপ্রান্তে ইনিংসজুড়ে অবিশ্বাস্য রকম ধীরগতির ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিজয়ের সঙ্গে তাঁর জুটিতে ৯০ বলে উঠে ৭৭ রান। আউট হওয়ার আগে ৬৯ বল খেলে মাহমুদউল্লাহ করেন ৩৯ রান, স্ট্রাইক রেট ৫৬.৫২। শেষ পর্যন্ত আফিফের ৮৫ রানের অপরাজিত ইনিংসে লড়ার মতো পুঁজি পায় বাংলাদেশ। ৬ চার ও ২ ছক্কায় ৮১ বলের নিজের ইনিংসটি সাজান আফিফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত