সাকিবকে নিয়ে যা জানেন, যা জানেন না
আজ ৩৬ বছরে পা দিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার হিসেবে এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। সর্বকালের সেরা অলরাউন্ডারদের সংক্ষিপ্ত তালিকায়ও নিজের নাম লিখিয়েছেন। সাকিবের জন্মদিনে দেখে নেওয়া যাক মজার কিছু তথ্য, যার অনেকটাই হয়তো জানেন, আবার অনেক কিছুই হয়তো জানেন না।