Ajker Patrika

মুশফিক ঝড়ের পর নামল বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
মুশফিক ঝড়ের পর নামল বৃষ্টি

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মুশফিকুর রহিমের ব্যাটে ঝড়ের ওঠে। সেই ঝড়ে দিশেহারা হয়েছেন আয়ারল্যান্ডের বোলাররা। মুশফিক-ঝড়ের পর বৃষ্টি নেমেছে সিলেটে। ঝুম বৃষ্টিতে আপাতত তাই খেলা বন্ধ রয়েছে। কতক্ষণে আবার খেলা শুরু হতে, সেটা নিয়েও আছে শঙ্কা।

আজ বৃষ্টির আশঙ্কা অবশ্য পরশু মধ্য রাত থেকেই। সামাজিক মাধ্যমে আজ সকালে ডেভিড বুন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টির একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘মনে হয় না আজ খেলা হওয়ার সম্ভাবনা আছে।’ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচ রেফারি সাবেক এই অস্ট্রেলিয়ান। তবে বুনের সেই শঙ্কা কেটে যায় ম্যাচের শুরুতে।

নির্ধারিত সময়েই শুরু হয় দ্বিতীয় ওয়ানডে। তবে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির শঙ্কা ছিল। বিকেল ৫টা থেকে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আবহাওয়ার পূর্বাভাসে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে আরেকটি ব্যাটিং প্রদর্শনীর সুযোগ করে দেন আয়ারল্যান্ড অধিনায়ক। এক ম্যাচ পরেই তাই নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। যদিও এই মুহূর্তে খেলা আর মাঠে গড়ানো নিয়েই রয়েছে সংশয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত