হৃদয়ে বাংলাদেশের হৃদয় জুড়ানো জয়
সাকিব আল হাসান যখন ৬৪ রানে আউট হন, টিভি স্ক্রিনে দেখা মিলল হতাশ বাংলাদেশ সমর্থকেরা মাথায় রাখলেন হাত। হতাশ হওয়ার কারণও স্পষ্ট, ১০.১ ওভারে সাকিব, লিটন, রনি ও শান্তর উইকেট পড়ে যাওয়া মানে অনেকেই হয়তো বাংলাদেশের হারই ধরে নিয়েছিলেন।