নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রানে আফগানিস্তানের ৩ উইকেট শিকার করেছেন বাংলাদেশের বোলাররা। কিন্তু তিন আফগান ব্যাটার যেভাবে ফিরলেন, তা ছিল এ রকম বিস্ময়ের মতো। তিনজন বাউন্ডারি মেরেই ড্রেসিংরুমে ফিরলেন।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে ১০ রান তুলেছিল আফগানিস্তান। নাসুম আহমেদের করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই বাঁহাতি ওপেনার হযরতউল্লাহ জাজাই কাউ কর্নার দিয়ে বিশাল এক ছক্কা মারেন। তবে পরের ডেলিভারিতেই স্কয়ার লেগে তাওহীদ হৃদয়কে ক্যাচ দিয়ে ৮ রানে ফেরেন জাজাই।
দ্বিতীয় ওভারের শেষ বলে তাসকিন আহমেদকে একটি ছক্কা মেরেছিলেন আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। চতুর্থ ওভারের তৃতীয় বলেও তাসকিনকে একটি চার মারেন গুরবাজ। চতুর্থ বল ডট গলেও পঞ্চম বলে আবারও বাউন্ডারি মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দেন এই আফগান ওপেনার। ১১ বলে ১৬ রান আসে গুরবাজের ব্যাট থেকে।
তিনে ব্যাটিং করা ইব্রাহিম জাদরানও পঞ্চম ওভারের প্রথম বলে শরিফুল ইসলামকে উইকেটকিপারের উপর দিয়ে ছক্কা মারেন। পরের বলেই দারুণ এক আউট সুইয়ে শরীফুল ফেরান ইব্রাহিম। ৮ রান করে লিটন দাসকে ক্যাচ দেন তিনি।
এ প্রতিবেদন পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেটে ৬২ রান। ৩ রানে করিম জানাতকে ফেরান সাকিব আল হাসান।
সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রানে আফগানিস্তানের ৩ উইকেট শিকার করেছেন বাংলাদেশের বোলাররা। কিন্তু তিন আফগান ব্যাটার যেভাবে ফিরলেন, তা ছিল এ রকম বিস্ময়ের মতো। তিনজন বাউন্ডারি মেরেই ড্রেসিংরুমে ফিরলেন।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে ১০ রান তুলেছিল আফগানিস্তান। নাসুম আহমেদের করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই বাঁহাতি ওপেনার হযরতউল্লাহ জাজাই কাউ কর্নার দিয়ে বিশাল এক ছক্কা মারেন। তবে পরের ডেলিভারিতেই স্কয়ার লেগে তাওহীদ হৃদয়কে ক্যাচ দিয়ে ৮ রানে ফেরেন জাজাই।
দ্বিতীয় ওভারের শেষ বলে তাসকিন আহমেদকে একটি ছক্কা মেরেছিলেন আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। চতুর্থ ওভারের তৃতীয় বলেও তাসকিনকে একটি চার মারেন গুরবাজ। চতুর্থ বল ডট গলেও পঞ্চম বলে আবারও বাউন্ডারি মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দেন এই আফগান ওপেনার। ১১ বলে ১৬ রান আসে গুরবাজের ব্যাট থেকে।
তিনে ব্যাটিং করা ইব্রাহিম জাদরানও পঞ্চম ওভারের প্রথম বলে শরিফুল ইসলামকে উইকেটকিপারের উপর দিয়ে ছক্কা মারেন। পরের বলেই দারুণ এক আউট সুইয়ে শরীফুল ফেরান ইব্রাহিম। ৮ রান করে লিটন দাসকে ক্যাচ দেন তিনি।
এ প্রতিবেদন পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেটে ৬২ রান। ৩ রানে করিম জানাতকে ফেরান সাকিব আল হাসান।
অনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
১৪ মিনিট আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১১ ঘণ্টা আগে