নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৮ এশিয়া কাপের কথা মনে আছে নিশ্চয়ই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেন তামিম ইকবাল। লিগ পর্বে আর সুপার ফোরে অবশ্য ‘মেক শিফট’ ওপেনারের পথে হাঁটেনি বাংলাদেশ।
কিন্তু ভারতের বিপক্ষে ফাইনালে এই ভিন্ন রাস্তায় হাঁটল বাংলাদেশ। সবাইকে অবাক করে লিটন দাসের ওপেনিং সঙ্গী হলেন মেহেদী হাসান মিরাজ। লিটনের সঙ্গে মিরাজের জুটিটাও জমেছিল বেশ। দুজনের ১২০ রানের জুটি দুর্দান্ত শুরু এনে দিয়েছিল বাংলাদেশকে। যদিও শেষ পর্যন্ত ফাইনাল হেরেছিল বাংলাদেশ। প্রথমবার ওপেনারের ভূমিকায় সেই ম্যাচে ৫৯ বলে ৩২ রান করেছিলেন মিরাজ।
সেটাই শেষ। এরপর আর ওয়ানডেতে ওপেনিংয়ে নামা হয়নি মিরাজের। তবে এবারের এশিয়া কাপে আবারও ওপেনারের ভূমিকায় তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ওপেনিং করেছিলেন নাঈম শেখ ও অভিষিক্ত তানজীদ হাসান তামিম। তবে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ।
নাঈমের সঙ্গে ‘মেক শিফট’ ওপেনারের ভূমিকায় ইনিংস উদ্বোধনে মিরাজ। দুজনের জুটিতে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫০ রান। রান এসেছে মূলত নাঈমের ব্যাট থেকে। তিনি অপরাজিত আছেন ২১ রান। মিরাজের রান ২।
২০১৮ এশিয়া কাপের কথা মনে আছে নিশ্চয়ই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেন তামিম ইকবাল। লিগ পর্বে আর সুপার ফোরে অবশ্য ‘মেক শিফট’ ওপেনারের পথে হাঁটেনি বাংলাদেশ।
কিন্তু ভারতের বিপক্ষে ফাইনালে এই ভিন্ন রাস্তায় হাঁটল বাংলাদেশ। সবাইকে অবাক করে লিটন দাসের ওপেনিং সঙ্গী হলেন মেহেদী হাসান মিরাজ। লিটনের সঙ্গে মিরাজের জুটিটাও জমেছিল বেশ। দুজনের ১২০ রানের জুটি দুর্দান্ত শুরু এনে দিয়েছিল বাংলাদেশকে। যদিও শেষ পর্যন্ত ফাইনাল হেরেছিল বাংলাদেশ। প্রথমবার ওপেনারের ভূমিকায় সেই ম্যাচে ৫৯ বলে ৩২ রান করেছিলেন মিরাজ।
সেটাই শেষ। এরপর আর ওয়ানডেতে ওপেনিংয়ে নামা হয়নি মিরাজের। তবে এবারের এশিয়া কাপে আবারও ওপেনারের ভূমিকায় তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ওপেনিং করেছিলেন নাঈম শেখ ও অভিষিক্ত তানজীদ হাসান তামিম। তবে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ।
নাঈমের সঙ্গে ‘মেক শিফট’ ওপেনারের ভূমিকায় ইনিংস উদ্বোধনে মিরাজ। দুজনের জুটিতে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫০ রান। রান এসেছে মূলত নাঈমের ব্যাট থেকে। তিনি অপরাজিত আছেন ২১ রান। মিরাজের রান ২।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
৩৩ মিনিট আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
১ ঘণ্টা আগেঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১৩ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১৫ ঘণ্টা আগে