নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
শেষ ওভারের নাটকীয়তা ছাপিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। করিম জানাতের শেষ ওভারের নাটকীয়তার শুরু। ৬ বল থেকে দরকার ছিল ৬ রান। প্রথম বলে ৪ মারেন মেহেদী হাসান মিরাজ।
পরের তিন বলে মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে তুলে নেন করিম জানাত। পঞ্চম বলে ৪ মেরে বাংলাদেশকে ৩ উইকেটের জয় এনে দেন শরীফুল ইসলাম। এই বলটা খেলার আগে স্বাভাবিকভাবে শরীফুলের কাছে যান হৃদয়। হৃদয় নন স্ট্রাইক প্রান্তে আসার পর তাঁর দিকে দৌড়ে আসেন শরীফুল। এ সময় দুজনের ঠিক কী কথা হচ্ছিল, ম্যাচ শেষে সেটা জানালেন হৃদয়, ‘শরীফুলকে একটা কথাই বলেছিলাম, ব্যাটে বল না লাগলেও দৌড়াবি। পরে শেষ দিকে বলেছি, ম্যাচটি তুই-ই জেতাবি। শরীফুল জিতিয়েছেন।’
এ ধরনের জয় আত্মবিশ্বাস দেয় জানিয়ে হৃদয় বলেছেন, ‘এ ধরনের ম্যাচ যার সঙ্গেই জিতি না কেন, আত্মবিশ্বাস প্রতিটি খেলোয়াড়কেই দেবে। কারণ, এ রকম ম্যাচ কমই হয়। আমি যেহেতু ছিলাম, এ রকম জায়গা থেকে ম্যাচ শেষ করে আসতে পেরেও অনেক ভালো লাগছে। কারণ এ রকম পরিস্থিতি সব সময় আসে না। যখন এ রকম সুযোগ আসে, তখন এটা শেষ করতে পারার লক্ষ্য প্রত্যেক ব্যাটসম্যানের থাকে। সেটা করতে পেরে ভালো লাগছে।’
টি-টোয়েন্টিতে আঁধার পেরিয়ে ভালোভাবেই সামনে এগোচ্ছে বাংলাদেশ। এই দলের সম্ভাবনার কথা জানিয়ে হৃদয় বলেছেন, ‘আমাদের প্রতিটি খেলোয়াড় যারা দলে আছে, সবাইকে সবাই সাপোর্ট করি। আমরা জানি আমাদের সম্ভাবনা কতটুকু আছে। সত্যি বলতে, আমরা অনেক ইতিবাচক পথে এগোচ্ছি। যাদের বিপক্ষেই খেলি, আমরা সব সময় ফোকাস করি আমাদের শক্তির জায়গায়। দল হিসেবে আমাদের বন্ডিং অনেক ভালো এবং এটা আমাদের সহায়তা করে। কোচ আমাদের ভালো একটা পরিকল্পনা দেয় এবং আমরা তা বাস্তবায়ন করার চেষ্টা করি।’
শেষ ওভারের নাটকীয়তা ছাপিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। করিম জানাতের শেষ ওভারের নাটকীয়তার শুরু। ৬ বল থেকে দরকার ছিল ৬ রান। প্রথম বলে ৪ মারেন মেহেদী হাসান মিরাজ।
পরের তিন বলে মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে তুলে নেন করিম জানাত। পঞ্চম বলে ৪ মেরে বাংলাদেশকে ৩ উইকেটের জয় এনে দেন শরীফুল ইসলাম। এই বলটা খেলার আগে স্বাভাবিকভাবে শরীফুলের কাছে যান হৃদয়। হৃদয় নন স্ট্রাইক প্রান্তে আসার পর তাঁর দিকে দৌড়ে আসেন শরীফুল। এ সময় দুজনের ঠিক কী কথা হচ্ছিল, ম্যাচ শেষে সেটা জানালেন হৃদয়, ‘শরীফুলকে একটা কথাই বলেছিলাম, ব্যাটে বল না লাগলেও দৌড়াবি। পরে শেষ দিকে বলেছি, ম্যাচটি তুই-ই জেতাবি। শরীফুল জিতিয়েছেন।’
এ ধরনের জয় আত্মবিশ্বাস দেয় জানিয়ে হৃদয় বলেছেন, ‘এ ধরনের ম্যাচ যার সঙ্গেই জিতি না কেন, আত্মবিশ্বাস প্রতিটি খেলোয়াড়কেই দেবে। কারণ, এ রকম ম্যাচ কমই হয়। আমি যেহেতু ছিলাম, এ রকম জায়গা থেকে ম্যাচ শেষ করে আসতে পেরেও অনেক ভালো লাগছে। কারণ এ রকম পরিস্থিতি সব সময় আসে না। যখন এ রকম সুযোগ আসে, তখন এটা শেষ করতে পারার লক্ষ্য প্রত্যেক ব্যাটসম্যানের থাকে। সেটা করতে পেরে ভালো লাগছে।’
টি-টোয়েন্টিতে আঁধার পেরিয়ে ভালোভাবেই সামনে এগোচ্ছে বাংলাদেশ। এই দলের সম্ভাবনার কথা জানিয়ে হৃদয় বলেছেন, ‘আমাদের প্রতিটি খেলোয়াড় যারা দলে আছে, সবাইকে সবাই সাপোর্ট করি। আমরা জানি আমাদের সম্ভাবনা কতটুকু আছে। সত্যি বলতে, আমরা অনেক ইতিবাচক পথে এগোচ্ছি। যাদের বিপক্ষেই খেলি, আমরা সব সময় ফোকাস করি আমাদের শক্তির জায়গায়। দল হিসেবে আমাদের বন্ডিং অনেক ভালো এবং এটা আমাদের সহায়তা করে। কোচ আমাদের ভালো একটা পরিকল্পনা দেয় এবং আমরা তা বাস্তবায়ন করার চেষ্টা করি।’
ইনিংসে ৫ উইকেট নেওয়া বরুণ চক্রবর্তীর কাছে নতুন কিছু নয়। ভারতের জার্সিতে এই নিয়ে তিনবার ইনিংসে নিলেন ৫ উইকেট। তাঁর ঘূর্ণিজাদুতে গতকাল দুবাইয়ে দিশেহারা হয়ে পড়েন নিউজিল্যান্ডের ব্যাটাররা। অথচ এই ম্যাচ খেলার সময়ই কি না বরুণ নার্ভাস ছিলেন!
৩৪ মিনিট আগেভারতের চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলেই ছিলেন না বরুণ চক্রবর্তী। উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সয়ালকে বাদ দিয়ে নাটকীয়ভাবেই মূল দলে জায়গা হয়েছিল এ লেগ স্পিনারের। এর আগে মাত্র একটি ওয়ানডে খেলা বরুণকে হঠাৎ বড় টুর্নামেন্টের দলে রাখায় সমালোচনাও হয়েছিল ব্যাপক।
১২ ঘণ্টা আগেদুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে লড়াইটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করেছে তারা।
১৫ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে ১৭০ ক্রিকেটার নতুন দল পেলেও টপ অর্ডার ব্যাটার লিটন দাসকে নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই জটিলতা কাটল। তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্রিকেট ক্লাব নিয়েছে লিটনকে।
১৭ ঘণ্টা আগে