যে পজিশন নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ
সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে ২০২২ সালে সাফ জিতে যাঁরা বীরের বেশে দেশে ফিরেছিলেন, সেই দলের আটজনই এবার নেই। তাঁদের অনুপস্থিতিতে এই দলে নতুন ৯ মুখ। বলা যায়, নতুন করে শুরুর পালা। সেই শুরুটা কাল পাকিস্তান ম্যাচ দিয়ে করবেন পিটার বাটলারের শিষ্যরা। তার আগে দলের রক্ষণভাগ ভাবনা বাড়াচ্ছে।