নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সবাই যখন ভারতের বিপক্ষে জয় উদ্যাপনে ব্যস্ত, তখন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন যেন বিব্রতকর অবস্থায় পড়লেন। সেটা তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের কারণেই। পরবর্তীতে সেই পোস্ট মুছে দেন বাংলাদেশ অধিনায়ক।
কেন সেই পোস্ট সাবিনা মুছে ফেললেন? কী লিখেছিলেন তিনি? ভারতকে হারানোর পর বাংলাদেশ অধিনায়কের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা এক আল্লাহর! প্রত্যেকের কাছে এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই, রোজ তোরা টিকটক কর। আর এমন পারফরম্যান্স কর। অনেক অনেক ভালোবাসা তোদের জন্য।’ খেলা শেষ হওয়ার পর এই পোস্ট সাবিনার নজরে এলে তিনি দ্রুত সেটা ডিলিট করেন।
বাংলাদেশ অধিনায়ক নতুন করে আবার লেখেন, ‘প্রথমেই দুঃখ প্রকাশ করছি আমার পেজ থেকে আগে প্রকাশিত স্ট্যাটাসটির জন্য। আমার পেজটি অ্যাডমিন দ্বারা নিয়ন্ত্রিত। খেলা শেষ করে টিম হোটেলে আসার আগেই স্ট্যাটাসটি দেওয়া হয়, যা আমার নজরে আসা মাত্রই ডিলিট করেছি।’
নারী সাফের সেমিফাইনালে যেতে ভারতকে জিততে না দিলেই হতো বাংলাদেশকে। সেখানে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ভারতকে ৩-১ গোলে উড়িয়ে সেমির টিকিট কেটেছে সাবিনার বাংলাদেশ। ১৮ মিনিটে প্রথম গোল করেন আফঈদা খন্দকার। এরপর ২৯ ও ৪২ মিনিটে জোড়া গোল করেন তহুরা খাতুন। এই ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমার কৃতিত্বও কম নয়। ভারতের অনেক নিশ্চিত গোল তিনি প্রতিহত করেন।
ভারতকে উড়িয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠল বাংলাদেশ। এর আগে ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। নারী সাফের শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশের জন্য টুর্নামেন্টে এটাই ছিল প্রথম ম্যাচ।
আরও পড়ুন:
নারী সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সবাই যখন ভারতের বিপক্ষে জয় উদ্যাপনে ব্যস্ত, তখন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন যেন বিব্রতকর অবস্থায় পড়লেন। সেটা তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের কারণেই। পরবর্তীতে সেই পোস্ট মুছে দেন বাংলাদেশ অধিনায়ক।
কেন সেই পোস্ট সাবিনা মুছে ফেললেন? কী লিখেছিলেন তিনি? ভারতকে হারানোর পর বাংলাদেশ অধিনায়কের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা এক আল্লাহর! প্রত্যেকের কাছে এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই, রোজ তোরা টিকটক কর। আর এমন পারফরম্যান্স কর। অনেক অনেক ভালোবাসা তোদের জন্য।’ খেলা শেষ হওয়ার পর এই পোস্ট সাবিনার নজরে এলে তিনি দ্রুত সেটা ডিলিট করেন।
বাংলাদেশ অধিনায়ক নতুন করে আবার লেখেন, ‘প্রথমেই দুঃখ প্রকাশ করছি আমার পেজ থেকে আগে প্রকাশিত স্ট্যাটাসটির জন্য। আমার পেজটি অ্যাডমিন দ্বারা নিয়ন্ত্রিত। খেলা শেষ করে টিম হোটেলে আসার আগেই স্ট্যাটাসটি দেওয়া হয়, যা আমার নজরে আসা মাত্রই ডিলিট করেছি।’
নারী সাফের সেমিফাইনালে যেতে ভারতকে জিততে না দিলেই হতো বাংলাদেশকে। সেখানে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ভারতকে ৩-১ গোলে উড়িয়ে সেমির টিকিট কেটেছে সাবিনার বাংলাদেশ। ১৮ মিনিটে প্রথম গোল করেন আফঈদা খন্দকার। এরপর ২৯ ও ৪২ মিনিটে জোড়া গোল করেন তহুরা খাতুন। এই ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমার কৃতিত্বও কম নয়। ভারতের অনেক নিশ্চিত গোল তিনি প্রতিহত করেন।
ভারতকে উড়িয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠল বাংলাদেশ। এর আগে ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। নারী সাফের শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশের জন্য টুর্নামেন্টে এটাই ছিল প্রথম ম্যাচ।
আরও পড়ুন:
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
৪ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
৬ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১০ ঘণ্টা আগে