Ajker Patrika

লজ্জাজনক হারের পর বাস্তবতা মেনে নিচ্ছেন মিরাজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১১: ৩২
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে আফগানিস্তানের কাছে। ছবি: ক্রিকইনফো
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে আফগানিস্তানের কাছে। ছবি: ক্রিকইনফো

ওয়ানডেতে লাগাতার এমন বাজে কবে খেলেছে বাংলাদেশ, সেটা খুঁজতে এখন ঘাঁটতে হবে পরিসংখ্যান। সর্শেবষ ১২ ওয়ানডের মধ্যে ১১টিতে হার, টানা চারটি সিরিজ হার, র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবস্থান—এসব কিছুই বুঝিয়ে দিচ্ছে ওয়ানডেতে কী হতশ্রী পারফরম্যান্স করছে তারা।

টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। আফগানদের ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে ধবলধোলাই করে ওয়ানডে সিরিজের আগে একটু আত্মবিশ্বাস থাকা স্বাভাবিক। ওয়ানডেতে সাম্প্রতিক সময়ের ব্যর্থতা ঘোচানোর সুযোগ ছিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে। কিন্তু হলো কী! ওয়ানডেতে উল্টো ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। শুধু এই স্কোরলাইনই নয়, প্রতিটি ম্যাচের স্কোরকার্ড পর্যবেক্ষণ করলে দেখা যাবে মিরাজদের এক ম্যাচ থেকে আরেক ম্যাচে ধারাবাহিক অবনতি হয়েছে। ২২১, ১০৯, ৯৩—সংখ্যা তিনটি প্রথম তিন ওয়ানডেতে বাংলাদেশের স্কোর বোঝাচ্ছে।

শুধু দলীয় স্কোরই নয়, বাংলাদেশ এক ইনিংসের তুলনায় আরেক ইনিংসে বল কম খেলেছে। প্রথম ওয়ানডেতে মিরাজের দল খেলেছে ২৯৩ বল। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ১৭১ ও ১৬৩ বল ব্যাটিং করেছে বাংলাদেশ। যার মধ্যে ১১ অক্টোবর দ্বিতীয় ওয়ানডেতে ১৯১ রান করার পথে জয়ের সম্ভাবনা থাকলেও হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে মিরাজ-নাজমুল হোসেন শান্তদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ। আর গতকাল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ধবলধোলাই এড়ানোর ম্যাচে আফগানিস্তানের কাছে ২০০ রানে হেরেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে বাজে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘আমাদের সবার মেনে নিতে হবে যে দল ভালো খেলছে না। তাদের (আফগানিস্তান) ভালো বোলিং আক্রমণ দারুণ। কিন্তু সেটা তো আমাদের সামলানো উচিত ছিল।’

৭৪ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে এখন বাংলাদেশ। ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮০। এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮, ২১ ও ২৩ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। তা ছাড়া ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ছাড়া র‍্যাঙ্কিংয়ের প্রথম আটে থাকা দল সরাসরি বিশ্বকাপে খেলবে। দক্ষিণ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ছয় নম্বরে অবস্থান করছে। তার মানে ডেডলাইনের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা নয়ের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। এদিকে আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী ২০২৬-এর নভেম্বর পর্যন্ত ২৩ ওয়ানডে খেলবে বাংলাদেশ।

ডেডলাইনের আগে বাংলাদেশের সেরা ৯ নম্বরের মধ্যে থাকা বাস্তবে কতটা কঠিন, সেটা তো স্পষ্ট। মিরাজেরও দুশ্চিন্তা কম নয়। আফগানদের কাছে গত রাতে তৃতীয় ওয়ানডেতে বিধ্বস্ত হওয়ার পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা ব্যাটিং নিয়ে বেশ চিন্তিত। রান করতে না পারলে জেতা সম্ভব না। টপ ও মিডল অর্ডার ব্যাটারদের ধারাবাহিকভাবে রান করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা খেলতে যাচ্ছি। এই সিরিজে কীভাবে ভালো করা যায়, সেটা নিয়ে আমরা ভাবছি।’

ওয়ানডেতে এই নিয়ে ছয়বার ২০০ বা তার বেশি রানে হেরেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২৩৩ রানে বাংলাদেশ হেরেছে পাকিস্তানের কাছে ২০০০ সালের ২ জুন। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে মিরপুরে দক্ষিণ আফ্রিকার কাছে ২০৬ রানে হারের বিব্রতকর কীর্তি রয়েছে বাংলাদেশের। প্রোটিয়াদের কাছে এশিয়া মহাদেশের এই দলটি ২০১৭ সালে ২০০ রানে হেরেছে। ভারতের কাছেও দুবার ওয়ানডেতে ২০০ বা তার বেশি রানে হেরেছে বাংলাদেশ।

আরও পড়ুন:

আফগানদের কাছে রানে সবচেয়ে বড় হার মিরাজদের, প্রথম ধবলধোলাইয়ের লজ্জাও

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত