Ajker Patrika

নেইমারকে টপকে বিশ্ব রেকর্ডটি এখন মেসির, আর্জেন্টিনার বিধ্বংসী জয়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৫: ১৫
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড এখন লিওনেল মেসির। ছবি: এএফপি
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড এখন লিওনেল মেসির। ছবি: এএফপি

বেশি দিন আগের ঘটনা নয়। এই তো ১১ অক্টোবর মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচটা লিওনেল মেসি দেখেছেন গ্যালারিতে বসে। কোচ লিওনেল স্কালোনি তাঁকে বিশ্রাম দিয়েছিলেন। কিন্তু প্রত্যাবর্তনের গল্প মেসির চেয়ে আরও ভালো কে লিখতে পারেন! আজ ফিরেই তিনি গড়ে ফেললেন এক রেকর্ড।

বাংলাদেশ সময় আজ ভোরে মায়ামির চেজ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-পুয়ের্তো রিকো। এই ম্যাচে মেসি পুরো ৯০ মিনিট খেলেছেন। গোল করতে না পারলেও দুটি অ্যাসিস্ট করেছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ড তাতে ভেঙে দিয়েছেন নেইমারের এক রেকর্ড। ৬০ অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল বানানোর রেকর্ডটি এখন মেসির। এই তালিকায় দুইয়ে থাকা নেইমারের আন্তর্জাতিক ফুটবলে অ্যাসিস্ট ৫৯। মেসির বিশ্ব রেকর্ড গড়ার দিনে পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার জার্সিতে আজ অভিষেকটা স্বপ্নের মতো হয়েছে হোসে মানুয়েল লোপেজের। আর্জেন্টিনার ৬ গোলের মধ্যে পাঁচটি করেন নিজেদের ফুটবলাররা। এই পাঁচ গোলের মধ্যে একটিতে অবদান রয়েছে লোপেজের। ৩৬ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে গোল করতে সহায়তা করেন লোপেজ। এই ম্যাক অ্যালিস্টার ১৪ মিনিটে ম্যাচের প্রথম গোলটা করেছেন। আর্জেন্টাইন তারকা মিডফিল্ডারকে গোল করতে সহায়তা করেছেন নিকোলাস গঞ্জালেস। দলের দ্বিতীয় গোলেই অবদান রাখেন মেসি। ২২ মিনিটে বাতাসে ভাসানো দারুণ এক পাসে গঞ্জালো মন্তিয়েলকে দিয়ে গোল করিয়েছেন মেসি। প্রথমার্ধ আর্জেন্টিনা শেষ করে ৩-০ গোলে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর আর্জেন্টিনা ৪-০ গোলে এগিয়ে যায় পুয়ের্তো রিকোর সৌজন্যে। ৬৪ মিনিটে আত্মঘাতী গোল করেন পুয়ের্তো রিকো ডিফেন্ডার স্টিভেন এচেভেরিয়া। ম্যাচের শেষ ভাগে এসে ৫ মিনিটের ব্যবধানে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৭৯ ও ৮৪ মিনিটে গোল দুটি করেন লাওতারো মার্তিনেজ। যার মধ্যে ৭৯ মিনিটের গোলটা তিনি করেছেন গঞ্জালেসের অ্যাসিস্টে। ৫ মিনিট পর লাওতারো মার্তিনেজ যে গোলটা করেছেন, তাতেই রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেলেছেন মেসি। ৮৪ মিনিটে মেসির অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন লাওতারো মার্তিনেজ।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় প্রথম পাঁচে আছেন ভিন্ন পাঁচ দেশের ফুটবলার। মেসি, নেইমারের পর এই তালিকায় তিনে অবস্থান করছেন ল্যান্ডন ডোনোভন। যুক্তরাষ্ট্রের জার্সিতে তিনি সতীর্থদের দিয়ে ৫৮ গোল করিয়েছেন। চারে আছেন হাঙ্গেরির কিংবদন্তি ফ্রেঙ্ক পুসকাস। আন্তর্জাতিক ফুটবলে তাঁর অ্যাসিস্ট ৫৩। জাতীয় দলের হয়ে পুসকাসের সমান ৫৩ অ্যাসিস্ট করেছেন বেলজিয়ামের কেভিন ডি ব্রুইন।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা শেষ করেছে বাছাইপর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে। অক্টোবরে দুটি প্রীতি ম্যাচেও তারা পেয়েছে জয়। ১১ অক্টোবর ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আজ মেসির রেকর্ডের ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্ট
ফুটবলারদল অ্যাসিস্ট
লিওনেল মেসিআর্জেন্টিনা৬০
নেইমারব্রাজিল৫৯
ল্যান্ডন ডোনোভনযুক্তরাষ্ট্র৫৮
ফ্রেঙ্ক পুসকাসহাঙ্গেরি৫৩
কেভিন ডি ব্রুইনবেলজিয়াম৫৩
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত