Ajker Patrika

ম্যাকাওকে ‘সেভেন আপ’ খাওয়াল বাংলাদেশের যুবারা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৮: ২০
বাংলাদেশ অ-১৭ দল। ছবি: বাফুফে
বাংলাদেশ অ-১৭ দল। ছবি: বাফুফে

একটি দুটি নয়, এএফসি-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে ম্যাকাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। একাই চার গোল করেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

আজ নম পেনে প্রিন্স স্টেডিয়ামে অবশ্য বাংলাদেশের যুবাদের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৪০ মিনিট পর্যন্ত। তবে বিরতি থেকে ফিরেই গোলবন্যায় মেতে ওঠে সাইফুল বারী টিটুর দল।

বাংলাদেশের হয়ে গোলের খাতাটা খুলেন ফয়সাল। এরপর বদলি নেমে ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক। ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। তার আগে ৭১ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন আরেক বদলি খেলোয়াড় রিফাত।

এরপর ম্যাচের সব আলো কেড়ে নেন ফয়সাল। ৭৫ ও ৮১ মিনিটে আরও দুই গোল হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড। ৮৩ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি টুকে দেন তিনি। ম্যাকাওকে সেভেন আপ উপহার দিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।

এ নিয়ে এএফসি-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপে তিন ম্যাচে দ্বিতীয় জয় পেল টিটুর দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত