বাংলাদেশের এমন ভরাডুবির পর সরি বললেন তাসকিন
ব্যাটিং ধস বাংলাদেশের ক্রিকেটের জন্য একেবারে নতুন কিছু নয়। সংস্করণ, ভেন্যু যা-ই হোক, জয়ের পথে থাকা ম্যাচে মুহূর্তেই সবকিছু বাংলাদেশের লেজেগোবড়ে করে ফেলার অভ্যাস খুবই পরিচিত। কলম্বোর প্রেমাদাসায় গত রাতে যখন এমন ঘটনা ঘটল, সেটার জন্য ক্ষমা চাইলেন তাসকিন আহমেদ।