মিরপুরে প্রাণবন্ত বিশ্বকাপ ট্রফির একদিন
মিরপুরে জড়বস্তু–বিশ্বকাপ ট্রফিটা যেন প্রাণবন্ত হয়ে উঠল! সকালে ট্রফি হাতে ড্রেসিংরুম থেকে মাঠে বেরিয়ে এলেন মুশফিকুর রহিম। তখন যে খেলোয়াড়েরা ছিলেন, জ্যেষ্ঠতা বিবেচনায় মুশফিকই ট্রফি হাতে নেবেন এই দৃশ্য স্বাভাবিকই ছিল। বিরূপ আবহাওয়ায় নিরুত্তাপ সূর্যের আলো পড়তেই শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনে সাজানো মঞ্চে