Ajker Patrika

নারী ক্রিকেটার মারুফা এসএসসিতে পেলেন জিপিএ-৪ 

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০০: ০০
নারী ক্রিকেটার মারুফা এসএসসিতে পেলেন জিপিএ-৪ 

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৪ দশমিক ০৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আকতার। আজ শুক্রবার বেলা ১১টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি, ঢাকা) মানবিক বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন মারুফা।

নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাস্টারপাড়ায় অবস্থান করছেন মারুফা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সবার দোয়ায় খেলা ও অনুশীলনের মধ্যেও আমি এই ফলাফল করেছি। সবাই দোয়া করবেন, খেলার সঙ্গে পড়াশোনাটাও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি।’

মারুফার এমন ফলে খুশি বাবা মোহাম্মদ আইমুল্লাহ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়ে আমার খেলাধুলা করেও যে রেজাল্ট করেছে, এতে আমি অনেক খুশি। আপনারা দোয়া করবেন আগামী দিনেও পড়াশোনায় মারুফা যেন ভালো করতে পারে।’

অনূর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা পান মারুফা। সম্প্রতি শেষ হওয়া সিরিজেও তাঁর বলের তাণ্ডব দেখেছে ভারতীয়রা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে এই পেসার বড় ভূমিকা রাখেন। তাই তো মারুফার প্রশংসা ঝরেছে ভারতীয় ব্যাটার স্মৃতি মান্দানার কণ্ঠেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত