মোশাররফ-তানিয়ার ‘গরম একটা খবর আছে’
মফস্বলের এক যুবকের সাংবাদিক হওয়ার সংগ্রামের গল্প নিয়ে সোহেল হাসান নির্মাণ করেছেন নাটক ‘গরম একটা খবর আছে’। রচনায় জুয়েল এলিন। সাংবাদিক যুবকের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। অন্যান্য চরিত্রে রয়েছেন তানিয়া বৃষ্টি, শেখ মাহবুবুর রহমান, সাবিনা প্রমুখ। গল্পে দেখা যাবে মোশাররফ করিম একজন শিক্ষানবিশ সাংবা