Ajker Patrika

বুদ্ধপূর্ণিমার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দুরন্ত টিভির বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা—সিজন ৩’ দেখা যাবে নতুন রূপে। বুদ্ধপূর্ণিমার দিনটি ভিন্নভাবে উদ্‌যাপন করতে সফদার ডাক্তারের বাড়ির শিশুদের মধ্যে চলে আনন্দ আয়োজন। গৌতম বুদ্ধকে নিয়ে মঞ্চনাটক করার পরিকল্পনা করা হয়।

সেটাকে ঘিরে ঘটতে থাকে মজার ঘটনা। নাটকটি প্রচারিত হবে আজ ২২ মে দুপুর ১২টা ৩০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে। পরিচালনায় পার্থ প্রতিম হালদার।

এতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেছে কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, কাওসার বিন মামুন ও রাইদা ঋ জুনি। অন্যান্য চরিত্রে আছেন আবুল হায়াত, সাজু খাদেম, প্রাণ রায়, শাহনাজ খুশি, ফরহাদ লিমন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত