চোরকে চোর বলুন, তা যে-ই হোক না কেন: সাংবাদিকদের ইসি আহসান হাবিব
নির্বাচন কমিশনার গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘চুরি করলে চোরকে চোর বলুন, তা যে-ই হোক না কেন। আমরা মিডিয়াতে দেখে অ্যাকশন নেব। আপনারা মাঠপর্যায়ে আমাদের চোখ এবং কান হিসেবে ভূমিকা রেখে যাচ্ছেন।’