Ajker Patrika

কোটাবৈষম্য নিরসনে পবিপ্রবির শিক্ষার্থীদের রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৬: ৩৭
Thumbnail image

কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাস ও ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। 

আজ রোববার সকাল ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা গণপদযাত্রা শুরু করেন। পদযাত্রা শেষে দুপুর ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের কাছে রাষ্ট্রপতি বরাবর লিখিত স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। 

এ সময় বৈষম্যমূলক কোটাপদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাস ও মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। পদযাত্রায় পবিপ্রবির পাশাপাশি পটুয়াখালী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

স্মারকলিপি দেওয়া শেষে পবিপ্রবির শিক্ষার্থী সৈয়দ ইমাম হোসেন স্বাধীন বলেন, ‘রাষ্ট্রপতির কাছে আমাদের অনুরোধ থাকবে, তিনি দ্রুত সংসদের অধিবেশন আহ্বান করে এই কোটাবৈষম্য নিরসন করবেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা হচ্ছে, তা বন্ধ এবং ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের করতে হবে।’ 

আন্দোলনরত পবিপ্রবি শিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সঠিকভাবে কোটা সংস্কার ও মিথ্যা মামলা প্রত্যাহার করলেই সারা দেশের ছাত্রসমাজ পড়ার টেবিলে ফিরে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত