শেবাচিম হাসপাতালে রাতে ব্যাহত চিকিৎসাসেবা
বরিশাল শেবাচিম হাসপাতালে দিন-রাতের চিকিৎসাসেবায় বিস্তর ফারাক। ওয়ার্ডে ওয়ার্ডে রাতে চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়ের সংকট তীব্র। দিনের প্রথম প্রহরে একবার বিশেষজ্ঞ চিকিৎসক এলেও রাত নামলে ভরসা ইন্টার্ন চিকিৎসক। রোগীর স্বজনেরা এ অবস্থার কারণে দুশ্চিন্তায় পড়েন। মেঝে দখল করে রাতভর হাসপাতালেই থেকে যান।