বরিশাল প্রতিনিধি
বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটনের বিরুদ্ধে মধ্য সাতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর বিশ্বাসের পৈতৃক সম্পত্তি ও বসতঘর দখলের অভিযোগ উঠেছে। বসতঘর উদ্ধারের জন্য ওই শিক্ষক উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার লিটন এমন অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটন ও তাঁর ভাই মিলন কয়েক মাস আগে প্রধান শিক্ষকের বসতঘর থেকে ভাড়াটে জোর করে নামিয়ে দিয়ে দখল করে নিয়েছেন। এর প্রতিকার পেতে ১৯ জুলাই ভুক্তভোগী প্রধান শিক্ষক আলমগীর বিশ্বাস ও তাঁর স্ত্রী লাইজু বেগম উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন।
প্রধান শিক্ষক আলমগীর বিশ্বাস বলেন, ‘সাতলা ইউনিয়নের মুড়িবাড়ী গ্রামের স্লুইসগেট নামক এলাকার পশ্চিম পাশে আমার ৩২ শতাংশ পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছি। কিছুদিন আগে সাতলা বাজারের টেইলার্স রিপন বৈদ্যর কাছে বসতঘরটি ভাড়া দিই। সম্প্রতি সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন ভাড়াটে রিপন বৈদ্যকে ঘর থেকে বের করে দিয়ে দখল করে নেন। এরপর স্থানীয়ভাবে নানা অনুরোধ সত্ত্বেও আমি সম্পত্তি ফিরে পাচ্ছি না।’
প্রধান শিক্ষকের স্ত্রী লাইজু বেগম বলেন, ‘আওয়ামী লীগ নেতা লিটন আমার কষ্টের টাকা দিয়ে তৈরি বসতঘর জোর করে ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে নিয়েছে। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। কিন্তু সাতলার প্রতিটি মানুষ জানে ওই সম্পত্তি আমরা দীর্ঘ ৩০ বছর ভোগদখল করে আসছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
অভিযুক্ত সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন বলেন, ‘কাঠের ঘরের ওই সম্পত্তি আমার। আমি সেখানে ইট রেখেছি ভবন করার জন্য। কারও সম্পত্তি আমরা দখল করিনি।’
এ ব্যাপারে উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু বলেন, ‘এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত না করার আগপর্যন্ত কিছুই বলতে পারব না।’
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মমিন উদ্দিন বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’
বরিশালের উজিরপুরের সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটনের বিরুদ্ধে মধ্য সাতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর বিশ্বাসের পৈতৃক সম্পত্তি ও বসতঘর দখলের অভিযোগ উঠেছে। বসতঘর উদ্ধারের জন্য ওই শিক্ষক উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার লিটন এমন অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার লিটন ও তাঁর ভাই মিলন কয়েক মাস আগে প্রধান শিক্ষকের বসতঘর থেকে ভাড়াটে জোর করে নামিয়ে দিয়ে দখল করে নিয়েছেন। এর প্রতিকার পেতে ১৯ জুলাই ভুক্তভোগী প্রধান শিক্ষক আলমগীর বিশ্বাস ও তাঁর স্ত্রী লাইজু বেগম উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন।
প্রধান শিক্ষক আলমগীর বিশ্বাস বলেন, ‘সাতলা ইউনিয়নের মুড়িবাড়ী গ্রামের স্লুইসগেট নামক এলাকার পশ্চিম পাশে আমার ৩২ শতাংশ পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছি। কিছুদিন আগে সাতলা বাজারের টেইলার্স রিপন বৈদ্যর কাছে বসতঘরটি ভাড়া দিই। সম্প্রতি সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন ভাড়াটে রিপন বৈদ্যকে ঘর থেকে বের করে দিয়ে দখল করে নেন। এরপর স্থানীয়ভাবে নানা অনুরোধ সত্ত্বেও আমি সম্পত্তি ফিরে পাচ্ছি না।’
প্রধান শিক্ষকের স্ত্রী লাইজু বেগম বলেন, ‘আওয়ামী লীগ নেতা লিটন আমার কষ্টের টাকা দিয়ে তৈরি বসতঘর জোর করে ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে নিয়েছে। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। কিন্তু সাতলার প্রতিটি মানুষ জানে ওই সম্পত্তি আমরা দীর্ঘ ৩০ বছর ভোগদখল করে আসছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
অভিযুক্ত সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন বলেন, ‘কাঠের ঘরের ওই সম্পত্তি আমার। আমি সেখানে ইট রেখেছি ভবন করার জন্য। কারও সম্পত্তি আমরা দখল করিনি।’
এ ব্যাপারে উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু বলেন, ‘এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত না করার আগপর্যন্ত কিছুই বলতে পারব না।’
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মমিন উদ্দিন বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’
‘ফাতেমা আমাদের কলিজার টুকরা ছিল। ছোটবেলা থেকেই ঢাকায় থাকত, মায়ের সাথে। আমাদের সবার ইচ্ছে ছিল বড় হলে সে চিকিৎসক হবে। সব আশা স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেল।’ এভাবেই বিলাপ করছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ফাতেমা আক্তার আনিশার (৯) চাচি মুক্তা বেগম। অদূরেই ভাগ্নে ওসমানকে কোলে
০১ জানুয়ারি ১৯৭০গজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে আল আমিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামসংলগ্ন মেঘনা নদীর একটি শাখায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ সূত্র আজ বিবিসিকে জানায়, ‘আমরা আশা করছি, দুজন বিশেষজ্ঞ চিকিৎসক–যাঁদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা নার্সদের একটি ছোট দল নিয়ে আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছে যাবেন।’
১০ মিনিট আগেতিনি বলেন, ‘প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নয়, বরং প্রযুক্তির মাধ্যমে অতিক্রম করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই প্রকল্পকে একটি ইন্ডাস্ট্রিতে রূপ দেওয়ার লক্ষ্যে সরকার ও একাডেমিয়াকে একযোগে কাজ করতে হবে। এ জন্য উন্নয়নাধীন বাংলা ভাষায় স্ক্রিন রিডার, ব্রেইল কনভার্টার ও ইশারা ভাষা ডিজিটাইজেশনভিত্তিক সফটওয়্যার
১৪ মিনিট আগে